অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করুন।
যারা অ্যাপস থেকে ইনকাম করতে চান তাদের জন্য লেখা আমার আজকের এই পোষ্টটি আমার নাম (শান্ত খান) আমি একজন ইউটিউবার!
অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করুন!
আপনারা ডেভলপার দিয়ে অ্যাপ বানিয়ে প্লেস্টোর এ আপলোড করে আনলিমিটেড ইনকাম করতে পারেন।
প্রথমেই বলি আমি একজন অ্যান্ড্রয়েড এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। আমি বিগত দুই বছর যাবত ডেভলপমেন্ট নিয়ে কাজ করছি। এই গ্রুপে খুব সস্তায় ডেভলপমেন্ট হয়। আমার মনে হয় 2000 টাকা খরচ করলে এখান থেকে পাবজি মোবাইল গেম বানিয়ে নেওয়া যাবে। কিন্তু মূলত এগুলো সঠিক রাস্তা না।
এরা অন্যান্য অ্যাপ এর কোড ইডিট করে আপনাকে ধরিয়ে দিবে। এতে ভবিষ্যতে আপনি পস্তাবেন। কেন পস্তাবেন কিভাবে পস্তাবেন এগুলো নিয়ে অন্য একদিন কথা বলা যাবে।
আপনাদের অনেকেরই এ্যার্নিং অ্যাপ দিয়ে ইনকাম করার চেষ্টা করেন। একসময় এটা খুব চললেও এখন বর্তমানে প্রায় অসম্ভবের কাছাকাছি অন্তত admob এর সাথে।
অন্যান্য এড নেটওয়ার্ক এ অনেক সমস্যা আছে আর্নিং কম হয় এবং ঠিকমত পেমেন্ট দেয় না,
ঠিক মতো এড আসেনা ইত্যাদি। তবে admob অল্টারনেটিভ হিসেবে ফেসবুকে এড নেটওয়ার্ক ভালো কাজ করে।
তবে যেই এড নেটওয়ার্ক নিয়ে কাজ করেন না কেনো তথাকথিত 500 থেকে হাজার টাকা দামের আর্নিং অ্যাপ দিয়ে লং টাইম ইনকাম করা সম্ভব না। আপনি চিন্তা করেন যে মানুষটা আপনার কাছে 500 টাকা দিয়ে অ্যাপস সেল করে সে যদি ইনকাম করতে পারত তাহলে আপনার কাছে সেল করত না। করলেও এত সস্তায় না।
ওই অ্যাপ এর ভ্যালু 500 টাকা বলেই আপনার কাছে এত কম দামে সেল করছে। প্রকৃতপক্ষে এভাবে আপনি বেশি দিন টিকতে পারবেন না কিছুদিন পর আপনার একাউন্ট ডিজেবল হবে অথবা অ্যাড দেওয়া বন্ধ করে দিবে।
তাহলে কি করবেন? আর্নিং করা কি সম্ভব না?
অবশ্যই সম্ভব কিন্তু প্রকৃত উপায় ধরে কাজ করতে হবে। খুব সহজ হলে দেশে বেকার থাকত না এটা মাথায় রেখে ধৈর্য ধরে সঠিক মার্কেটিং জেনে কাজ করলে এ রাস্তায় এগোতে পারবেন। প্লে স্টোরের হাজার হাজার কোটি কোটি অ্যাপস ইনকাম করছে কিন্তু আর্নিং অ্যাপ হিসেবে না। আপনাকে ওই রাস্তা ধরে এগোতে হবে।
আর্নিং করবেন ঠিকই কিন্তু অ্যাপ আর্নিং অ্যাপ হবে না। উপযুক্ত বাজেট নিয়ে মানুষের প্রয়োজন বুঝে এমন অ্যাপ বানাবেন যাতে মানুষ ইন্সটল করতে আগ্রহী হয়। টাকার জন্য না মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে। সঠিক মার্কেটিং করুন গুগল এড দিন।
প্রথম প্রথম ধৈর্য ধরুন কি সমাস কোন এড ব্যবহার করবেন না। যখন ভালো মানের ডাউনলোড চলে আসবে তার পরে এড দিবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে।
যেকোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতোটুকু জানি সাহায্য করবো।
ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আমার আজকের এই পোষ্টটি মন দিয়ে পড়ার জন্যে।