বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে-কার সাথে কে খেলবে | FIFA World Cup 2022  Schedule Chart: ফিফা বিশ্বকাপ ২০২২ টুর্নামেন্ট এর চূড়ান্ত ঘোষণা প্রদান করা হয়েছে তো মধ্যে। একুশে নভেম্বর থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। তবে অনেকেই জানে না এ বারের ফিফা বিশ্বকাপ অর্থাৎ কাতার বিশ্বকাপ ২০২২ এ কোন কোন দল অংশগ্রহণ করছে।

তো পাঠক বন্ধুরা আপনি যদি বিশ্বকাপ ফুটবল ২০২২ এ কোন কোন দল খেলছে এবং কোন মহাদেশ থেকে কতগুলো দল খেলছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই ছোট আর্টিকেলটি এক নজরে করে ফেলুন। 

কাতার বিশ্বকাপ কোন কোন দল খেলবে?

কাতার বিশ্বকাপ ২০২২ এ ৩২ টি দিল এই বার ফুটবল বিশ্বকাপ খেলবে। নিচে সকল দলের নাম দেওয়া হল-

  • কাতার
  • জার্মানি 
  • ডেনমার্ক 
  • ব্রাজিল 
  • ফ্রান্স 
  • বেলজিয়াম 
  • ক্রোয়েশিয়া
  • স্পেন
  • সার্বিয়া
  • ইংল্যান্ড
  • সুইজারলেন্ড
  • নেদারল্যান্ডস 
  • আর্জেন্টিনা 
  • ইরান
  • কোরিয়া
  • জাপান
  • সৌদি আরব
  • ইকুয়েডর
  • উরুগুয়ে
  • ক্যানাডা 
  • গানা
  • সেনেগাল 
  • পর্তুগাল 
  • পোলেন্ড
  • তুনিশিয়া
  • মরক্কো
  • ক্যামেরুন
  • ইউএসএ
  • মেক্সিকো
  • IC Play -off 1
  • IC Play -Off 2
  • Euro Play Off

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ বাংলাদেশ অনুযায়ী চূড়ান্ত সময়সূচী

কাতার বিশ্বকাপ 2022 গ্রুপ সংখ্যা

বিশ্বকাপের প্রতিটি গ্রুপ নীচে দেওয়া হলো:

  • গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
  • গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস
  • গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
  • গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া
  • গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টা রিকা
  • গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
  • গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন
  • গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

FIFA World Cup 2022 Shuduel Chart

২০২২ ফুটবল বিশ্বকাপে কোন মহাদেশ থেকে কতটি দল খেলবে

কাতার বিশ্বকাপ ২০২২: কার সাথে কে খেলবে তা নির্ধারিত হবে কীভাবে

আমরাইতোমধ্যে জেনেছি এ পর্যন্ত ৩২ টি দলের ২৯ টি দল নিশ্চিত হয়ে গেছে কাতার বিশ্বকাপ খেলায় অংশগ্রহণের জন্য। অনেকের প্রশ্ন কার সাথে কে খেলবে তার নির্ধারণ করা হবে কিভাবে? এটা মূলত রেংকিং এর ওপর ডিপেন্ড করে সেই সাথে সকল দিক বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কেননা ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট ২০২২ এ চারটি দল নিয়ে একটি গ্রুপ করা হয়েছে।

আর আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ টি দল বিশ্বকাপ খেলে। এই আটটি গ্রুপ থেকে দুটি করে দল উত্তীর্ণ হয় নকআউট পড়বে। আর সেখানে হারলেই বাদ পড়ে যায়। আর যে পদ্ধতিতে বিশ্বকাপের গ্রুপিং করা হয় তাকে বলা হয়ে থাকে ড্র। এটা মূলত অনেকটা লটারির মত হয়ে থাকে। 

কোন পটে কোন দল

এক নম্বর পটঃ কাতার, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন।

দুই নম্বর পটঃ যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, উরুগুয়ে এবং মেক্সিকো, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগালের মতো দলগুলো জার্মানি, নেদারল্যান্ডসের সাথে একই গ্রুপে না পড়ার কারণে বড় বড় দলগুলো গ্রুপ পর্বেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই ধরনের গ্রুপগুলোকে ‘গ্রুপ অফ ডেথ’ বলা হয়।

তিন নম্বর পটঃ সেনেগাল, জাপান, ইরান, সার্বিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড এবং তিউনিসিয়া।

চার নম্বর পটঃ সবগুলো দল এখনো ঠিক হয়নি। এই পটে নিশ্চিত দলগুলো কানাডা, ক্যামেরুন, ইকুয়েডর, সৌদি আরব ও ঘানা। সাথে আর কিছু দেশ রয়েছে।

আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here