ফেইসবুকে ক্রেতা বাড়ানো সেরা টিপস ২০২৪
ফেইসবুকে Customer বাড়ানো সেরা টিপসঃ অনলাইনে বিজনেসের চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে মানুষের ও কেনাকাটার চাহিদা। একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে জানতে হবে কীভাবে কাস্টমার ধরে রাখতে হয় এবং নতুন কাস্টমারকে আপনার পণ্য কিনতে উৎসাহিত করা যায়। যদি আপনি এই বিষয় গুলো না জানেন তবে বাকিদের থেকে আপনি পিছিয়ে যাবেন।
ফেসবুক প্রোফাইল
অনলাইন বিজনেসের ক্ষেত্রে ফেসবুক প্রোফাইলের গুরুত্বটা আমরা অনেকেই জানি না। অনলাইনে শুধু আপনি একা নন আরও অনেকে কাজ করে পণ্য নিয়ে কাস্টমাররা এক দেখাতে সবার নাম মনে রাখবে এমন নয়। তবে আপনার প্রোফাইলটা যদি নজরে পড়ার মতো হয় তাহলে সে ওইটা মনে রেখেই আপনার পোস্ট ফলো করবে।
বারবার একটি প্রোফাইল সামনে পড়ার ফলে তার আগ্রহ জাগবে আপনার সম্পর্কে অন্যথায় পরিবর্তন করলে সে বুঝবেই না এটা কোন আইডি। ফেসবুক স্ক্রল করার সময় আপনার পোস্ট কারো সামনে আসলো সে নাম নোটিস নাই করতে পারে তবে প্রোফাইলটা নজরে পড়বেই। পোস্ট রিচ হওয়ার ক্ষেত্রে ও প্রোফাইল ভুমিকা পালন করে। এমন কোনো ছবি না দেওয়া যা দেখে আপনার আইডি ফেইক মনে হয়৷
কারণ একটু সন্দেহ লাগলেই আপনি কাস্টমার হারাবেন। ফেসবুকের নামটা তো অবশ্যই রিয়েল হতে হবে সাথে যদি নাম বাংলা হয় তবে ভালো কারণ ইংরেজি ভাষায় দেওয়া থাকলে আমাদের নামটি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। কাস্টমার এতো সচেতন হয় না যে সবার নামে মনোযোগ দিবে। বাংলা দেওয়া থাকলে এক নজরেই আমাদের মাথায় থেকে যায়।
ফেসবুক প্রোফাইল লক
উদ্যোক্তাদের জন্য ফেসবুক আইডি অনেক অবদান রাখে৷ সেক্ষেত্রে একটি বিষয় হলো ফেসবুক প্রোফাইল। আমরা মাঝে মাঝে কেউ অকারণে আবার কেউ আইডি সেফটির কারণে লক করে রাখি। কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে এটা মারাত্মক ভুল। ভাবতে পারেন এটা কেনও ভুল হবে।
হ্যাঁ, এটা ভুল কারন একজন কাস্টমার হিসেবে আমি প্রথমে আপনার আইডিতে যাব।আপনার আইডি ফেইক নাকি রিয়েল এটা জানতে৷ তারপর আপনার পোস্ট গুলো দেখবো সেগুলো রিয়েল নাকি ফেইক। আপনার পণ্যের পোস্ট আছে নাকি তা জানতে৷ যদি আপনার প্রোফাইল লক থাকে তাহলে কাস্টমার আপনার সম্পর্কে জানবে কীভাবে? সে কী আপানকে রিকুয়েষ্ট দিয়ে তারপর অপেক্ষা করবে? এই ছোট ছোট বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সচেতন হোন।
পরিচিতি ছড়িয়ে দেওয়া
ই কমার্সের ক্ষেত্রে মানুষ পণ্য কেনার সময় খুব সচেতন হয়। এক্ষেত্রে সবাই পরিচিত মানুষদের থেকেই পণ্য ক্রয় করতে চায়। ধরুন, আপনার একটি শাড়ী পছন্দ হয়েছে। অনলাইন থেকে নিবেন এক্ষেত্রে আপনার ভাবনা থাকবে শাড়ীর কালার ঠিক থাকবে তো?শাড়ী কাপড় ভালো মানের হবে তো? শাড়ী যদি একদম নিম্ন মানের দেয় তখন ফেরত দেওয়ার সুযোগ আছে তো?কত ধরনের প্রশ্ন জেগে উঠে মনের মাঝে।
- অপরিচিতরা ভালো পণ্য দিবে না।
- যদি পণ্য না পাঠায়।
- ফেইসবুকে ক্রেতা বাড়ানো টিপস
এরকম শংকা থাকে৷ তাই সবার নিজের পণ্যকে ছড়িয়ে দিতে হবে বার বার পরিচিত হওয়ার জন্য। আপনাকে যদি কেউ নাই চেনে তাহলে আপনার থেকে মানুষ কেনও পণ্য নিবে?
আপনাকে কেনও বিশ্বাস করবে?
নিজের আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব এবং চেষ্টা করতে হবে ২/৩ জন করে অপরিচিতদের মাঝে প্রতিদিন নিজের পরিচয় ছড়িয়ে দিতে হবে। কমেন্টের রিপ্লাই দিয়েও অপরিচিতদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন গঠনমূলক মন্তব্য করে।কাউকে আপু বা ছোট বোন বললেন মন্তব্য করার সময় দেখবে আপনার প্রতি সে আবেগপ্রবণ হয়ে যাবে। Best tips to increase customers on Facebook
পাঠক বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ। নিয়মিত অনলাইন ইনকাম ও ইনফরমেশন রিলেটেড কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।