Bkash Student Account | জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম ২০২৫
বিকাশ স্ট্রুডেন্ট একাউন্ট | Bkash Student Account: আর নয় বয়সের অজুহাত, ১৮ বছরের কম বয়সেও শুধুমাত্র জন্ম সনদ ব্যবহার করে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সেবা গ্রহণ করতে পারেন আপনিও। কেননা সম্প্রতি বিকাশের নতুন ফিচারে যুক্ত করা হয়েছে– ১৮ বছরের কম বয়সি স্টুডেন্টরা মাত্র সাধারণ কিছু শর্তাবলী ও নিয়মাবলী মেনে খুব সহজেই বিকাশ স্টুডেন্ট একাউন্ট ক্রিয়েট করতে পারবেন, পাশাপাশি ১৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং দুর্দান্ত অফার লুফে নেওয়ার সুযোগ পাবেন।
তো আপনিও যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে লেনদেন করতে চান, এমনকি বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আজকের আলোচনার সাথে থাকুন। তাহলে আসুন নিবন্ধটি পড়ার মাধ্যমে জানি– বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম, বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার সাধারণ শর্তাবলী ও জিজ্ঞাসাবাদ, বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর নিরাপত্তা পরামর্শ এবং বিভিন্ন অফার সম্পর্কে খুঁটিনাটি।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট
এতদিন পর্যন্ত এনআইডি নেই, বয়সও হয়নি আর তাই বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেননি অনেকেই। আর সেই দুঃখ দূরীকরণে এসেছে এমন সুবর্ণ সুযোগ। তাই যে কেউ চাইলেই এখন শুধুমাত্র কমন কিছু ইনফরমেশন পূরণের মাধ্যমে বিকাশ একাউন্ট ক্রিয়েট করতে পারেন। যেটা করা একদমই ঝামেলা মুক্ত এবং সহজ। তো আপনিও যদি স্মার্ট লেনদেন করতে চান, বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার মাধ্যমে বিভিন্ন অফারের সুযোগ পেতে চান তাহলে দেরি না করে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন এবং নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করুন এখনই।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট ক্রিয়েট করার নিয়ম
কেউ যদি বিকাশে স্টুডেন্ট একাউন্ট খুলতে চায় তাহলে তার কাছে সর্বপ্রথম কয়েকটি জিনিস থাকতে হবে। এগুলো হলো–
- জন্ম নিবন্ধন পত্র মানে ডিজিটাল জন্ম সনদ সার্টিফিকেট
- গ্রাহকের বয়স বা যার নামে একাউন্ট খুলবেন তার বয়স ১৪ বছরের বেশি এবং ১৮ বছরের কম হতে হবে
- অবশ্যই ওই ব্যক্তির বাবা-মায়ের সচল বিকাশ একাউন্ট থাকতে হবে।
ব্যাস এত টুকুই। তাহলে আপনি বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। বিষয়টি সুস্পষ্টভাবে বোঝার জন্য বা আপনি যদি এই মুহূর্তে একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমত: ভিজিট করুন গুগল প্লে স্টোরে।
দ্বিতীয়ত: সার্চ করুন bkash লিখে।
তৃতীয়ত: সাজেস্টকৃত অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।
চতুর্থত: অ্যাপটি ওপেন করুন, অতঃপর ক্লিক করুন লগ ইন অথবা রেজিস্ট্রেশন লেখাটিতে।
পঞ্চমত: দেশের নামের স্থানে বাংলাদেশ সিলেক্ট করুন এবং নিজের মোবাইল নম্বরটির সঠিকভাবে বসান।
ষষ্ঠমত: পরবর্তী ধাপে এগিয়ে যান এবং মোবাইলে পাঠানো ওটিপি কোড সাবমিট করুন।
সপ্তমত: আপনার সামনে দুইটি ইন্টারফেস সাজেস্ট করা হবে। একটি হচ্ছে জাতীয় পরিচয় পত্র অন্যটি হচ্ছে জন্ম নিবন্ধন বা জন্ম সনদ। যেহেতু আপনি বিকাশ স্টুডেন্ট একাউন্ট ক্রিয়েট করবেন তাই নির্বাচন করুন জন্ম সনদ অপশনটি।
অষ্টমত: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জন্ম সনদ উল্লেখিত তথ্যগুলো সংযুক্ত করুন, এ পর্যায়ে আপনাকে নাম জন্মতারিখ জন্মসনদ নম্বর ইত্যাদি এই ইনফরমেশন গুলো সংযুক্ত করতে হবে।
নবমত: আরো কিছু কমন তথ্য পূরণ করুন যেমন আপনি মহিলা নাকি পুরুষ, মাসিক ইনকাম কত এবং আয়ের উৎস কি সেই সাথে পেশাগত ভাবে আপনি শিক্ষার্থী কিনা। অতঃপর বাবা-মায়ের সাথে সম্পর্ক কি তা সিলেক্ট করুন।
দশমত: আপনি নিজের ছবি তোলার জন্য প্রস্তুত হন। এ পর্যায়ে আপনাকে কিছু নির্দেশনা দেওয়া হবে যেমন চোখ এদিক-ওদিক নড়ানো মাথা ঘুরানো ইত্যাদি ইত্যাদি, তাই সঠিকভাবে ছবি তোলার প্রস্তুতি নিয়ে আপনার তথ্য সাবমিট করুন।
এ পরবর্তীতে আপনার ফোনে পুনরায় একটি কোড পাঠানো হবে, যেটা আবারো সাবমিট করার মাধ্যমে আপনি পাঁচ সংখ্যার নতুন পিন নম্বর সেট করতে পারবেন। ব্যাস পরবর্তীতে তিন নম্বর বসিয়ে লগইন কার্যপ্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্টে প্রবেশ করতে পারবেন এবং সমস্ত ধরনের ক্যাশব্যাক অফার এবং লেনদেনের কার্যপ্রক্রিয়া শুরু করতে সক্ষম হবেন।
তবে হ্যাঁ, আপনি যদি আমাদের আলোচনার মাধ্যমে এখনো বুঝতে না পারেন যে কিভাবে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে হয় অর্থাৎ মোবাইলে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার নিয়ম কি তাহলে নিচের ছবিটি লক্ষ্য করুন এবং পর্যায়ক্রমে নিম্ন বর্ণিত ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনি এখনই ক্রিয়েট করে ফেলুন আপনার বিকাশ স্টুডেন্ট একাউন্ট।
বিকাশে রেফার করে টাকা আয় করুন:
আপনার বিকাশ রেফার কোড দিয়ে যদি কেউ একাউন্ট খুলে তাহলে আপনি পাবেন ১০০ টাকা ও যিনি একাউন্ট খুলবে তিনি পাবেন ৫০ টাকা তাই একাউন্ট খুলুন এখনই Bkash Refer link: https://bka.sh/next?c=signup&uuid=C192J3AN2
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার বিষয়ে নির্ধারিত শর্তাবলী
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য অবশ্যই নির্ধারিত কিছু শর্তাবলী মেনে চলতে হবে। এটা মূলত নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আরোগ করা হয়েছে। তাই নিচের অংশটুকু পড়ার মাধ্যমে জানুন বিকাশ স্টুডেন্ট একাউন্টের জন্য বিশেষ নিয়ম ও শর্তাবলীসমূহ।
- আবেদনকারী অর্থাৎ গ্রাহকের জন্ম সনদপত্র অবশ্যই বৈধ হতে হবে।
- বৈধ ডিজিটাল জন্ম সনদ এবং সক্রিয় সিমের MSISDN নাম্বার ব্যবহার করে উক্ত গ্রাহক তার বাবা-মায়ের পারমিশন নিয়ে রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়া সমাপ্ত করার সুযোগ পাবেন, তাই এই প্রত্যেকটি বিষয়ে মাথায় রাখুন।
- বিকাশ স্টুডেন্ট একাউন্টে সীমিত বিকাশ সেবা পাওয়া যাবে। যেমন ধরুন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, রিসিভ মানি, পেমেন্ট সহ প্রভৃতি।
- বিকাশ স্টুডেন্ট একাউন্টে লেনদেনের লিমিট সংখ্যা সাধারণ বিকাশ একাউন্ট থেকে কিছুটা ভিন্ন হবে।
- বিকাশ একাউন্ট ধারী স্টুডেন্টরা *২৪৭# হ্যাশ ডায়াল করার মাধ্যমে বিকাশের সমস্ত সেবা ভোগ করতে পারবেন।
- যারা বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন তাদের অবশ্যই পূর্ণাঙ্গ ইনফরমেশন সংযুক্ত করতে হবে নয়তো আপনি একাউন্ট সঠিকভাবে ক্রিয়েট করতে পারবেন না।
- যারা বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন তাদের অ্যাকাউন্টে নমিনি হিসেবে অভিভক্ত করতে হবে অভিভাবকদের।
- বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য অভিভাবকদের স্থায়ী ও বর্তমান ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে
- মনে রাখবেন গ্রাহকদের দ্বারা যে কোন অপরাধ এর জন্য অভিভাবক দায়ী হতে পারেন তাই অভিভাবকদের বিরুদ্ধে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে বিকাশ কর্তৃপক্ষ।
সাধারণত এমনই কিছু শর্তাবলী ও নিয়মাবলী আরোপ করার মাধ্যমে বিকাশ সুযোগ দিচ্ছে বিকাশের স্টুডেন্ট একাউন্ট খোলার। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখুন আর আরো বিস্তারিত জানতে হলে আপনি এখনই ভিজিট করতে পারেন আমাদের সাজেস্টক কৃত লিংকে। যেখানে বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর শর্তাবলী গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আসুন এখন জেনে নেই কিভাবে স্টুডেন্ট একাউন্ট খোলার পর আপনি পুরস্কার হিসেবে ১৩০ টাকা ক্যাশব্যাক অফার পাবেন!
বিকাশ অ্যাপ থেকে লেনদেন | স্টুডেন্ট একাউন্ট খুলে ১৩০ টাকা ক্যাশব্যাক অফার পুরস্কার পাওয়ার উপায়
আপনি যদি পহেলা জুলাই থেকে ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলেন এবং অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলে পিন সেট করে লগইন করেন তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক হিসেবে পাবেন ২৫ টাকা। একইভাবে যদি app থেকে প্রথম বার যেকোনো অ্যামাউন্ট এ মোবাইল রিচার্জ করেন সে ক্ষেত্রে আরো মিলবে ২৫ টাকা। মানে টোটাল পঞ্চাশ টাকা পুরস্কার পাবেন আপনি।
শুধু তাই নয়, প্রথমবার অ্যাপ এ এসে মোবাইল রিচার্জ করার দিন থেকে প্রথম ৩০ দিন পর্যন্ত আপনি সেই মাসেই
- ৫০ টাকা রিচার্জ করলে পাবেন ক্যাশব্যাক ১৫ টাকা
- ১০০ টাকা রিচার্জ পরবর্তীতে পাবেন ১০ টাকা
- ১০০ টাকা ভাত আর বেশি টাকা রিসিভ করলে পাবেন ১৫ টাকা ক্যাশব্যাক।
একই ভাবে প্রথমবার রিচার্জ করার পর পরবর্তী মাসে আপনি ৩০ দিন পর্যন্ত
- ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে পাবেন ১৫ টাকা ক্যাশব্যাক
- ১০০ টাকা বা তার থেকে বেশি পেমেন্ট করলে পাবেন ১০ টাকা ক্যাশব্যাক
- ১০০ টাকা বা তার বেশি রিসিভ করলে পাবেন ১৫ টাকা ক্যাশব্যাক।
অতএব শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি এই ক্যাশব্যাক গুলো যোগ করেন তাহলে টোটাল 130 টাকা ক্যাশব্যাক অর্জন করবেন। তাহলে আর দেরি কেন, এখনই স্টুডেন্ট একাউন্ট ক্রিয়েট করুন এবং বিকাশের দুর্দান্ত অফার গুলো লুফে নিন। পাশাপাশি জেনে নিন বিকাশ স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন ও সেগুলোর উত্তর।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার বিষয়ে প্রশ্ন ও উত্তর | Bkash Student Account সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা
১. বিকাশে স্টুডেন্ট একাউন্ট এর বৈশিষ্ট্য কি?
✓ বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর বৈশিষ্ট্য হলো শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ দ্বারাই এই অ্যাকাউন্ট খোলা যাবে, যারা এই অ্যাকাউন্ট খুলবেন তারা সাধারণ বিকাশ একাউন্ট এর থেকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ লেনদেন করার সুযোগ পাবেন। মানে যারা স্মার্ট কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলেন তাদের থেকে তুলনামূলক কিছু পার্থক্য থাকবে সুযোগ-সুবিধা লাভের ক্ষেত্রে।
২. বিকাশ স্টুডেন্ট একাউন্টের বয়সসীমা কত থেকে কত?
✓ বিকাশ স্টুডেন্ট একাউন্টের বয়সসীমা ১৪ থেকে ১৮ বছর। মানে আপনার বয়স সর্বনিম্ন ১৪ হতে হবে এবং সর্বোচ্চ ১৭ বছর ১১ মাস ৩০ দিন হতে হবে।
৩. স্টুডেন্ট বিকাশ একাউন্ট কি সাধারণ বিকাশ একাউন্টে পরিবর্তন করা সম্ভব?
✓ এখনো পর্যন্ত এই সিস্টেমটি চালু হয়নি যে আপনি স্টুডেন্ট বিকাশ একাউন্ট পরবর্তীতে বিকাশ সাধারন একাউন্টে পরিবর্তন করবেন। তবে ভবিষ্যতে এ ধরনের ফিচার চালু করা হতে পারে যার বিনিময়ে আপনি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট সাধারণ বিকাশ একাউন্টে পরিবর্তন করতে পারবেন।
৪. স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য কোন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট প্রয়োজন পড়ে?
✓ স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদপত্র আইডেন্টিফিকেশন ডকুমেন্টের প্রয়োজন পড়ে।
৫. কোন ধরনের জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করা সম্ভব?
✓ মূলত বর্তমানে নিম্নলিখিত জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করা সম্ভব বিকাশ অ্যাপ এ। যথা,
- BDR ফরম ৩
- CC BDR ফরম ৩
- UPBDR ফর্ম ৩
- UPIJOMNI ফর্ম ৩
https://everify.bdris.gov.bd/ থেকে প্রিন্ট ফরম্যাট
৬. বাংলাদেশের বাইরে কি বিকাশ স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করা যাবে?
✓ না বাংলাদেশের বাহিরে বিকাশ স্টুডেন্ট একাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না, কেননা এই সুযোগটি প্রদান করছে না বিকাশ।
৭. গ্রাহকের জন্ম সনদ অনুমোদিত না হলে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে কি করবেন?
✓ গ্রাহকের জন্ম সনদ অনুমোদিত না হলে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে কি করবেন নিশ্চয়ই এই প্রশ্নটি অনেক সময় মাথায় আসে! যদি তাই হয় তাহলে আপনি গ্রাহক জন্ম সনদের সরকারি সাইজ ভিজিট করতে পারেন এবং সেখান থেকে একটি ডিজিটাল ভার্সন তৈরি করে প্রিন্ট করে নিতে পারেন।
৮. একজন জাতীয় পরিচয়পত্র হোল্ডার কি বিকাশ স্টুডেন্ট একাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন?
✓ ইমুতে শুধুমাত্র ডিজিটাল জনসনদ দিয়ে একটি স্টুডেন্ট খোলার সিস্টেমটি চালু করা হয়েছে। তবে যদি কোন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র থাকে তবে তিনি রেগুলার বিকাশ একাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু স্টুডেন্ট একাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না।
৯. বিকাশ স্টুডেন্ট একাউন্ট লিমিট, একটি স্টুডেন্ট একাউন্ট এর জন্য লিমিট কতো?
✓ বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর লিমিট সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। মূলত আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে স্টুডেন্ট একাউন্ট থেকে দৈনিক পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন অর্থাৎ মাসে ২৫ হাজার। অন্যদিকে মোবাইল রিচার্জ করতে পারবেন দৈনিক আড়াই হাজার টাকা এবং মাসে ৫০০০ টাকা। একইভাবে সেন্ড মানি করতে পারবেন দৈনিক ৫০০০ এবং মাসে ১৫০০০ টাকা। অন্যদিকে পেমেন্ট করার সুযোগ পাবেন পাঁচ হাজার দৈনিক এবং মাসে ২০ হাজার টাকা পর্যন্ত।
১০. বিকাশ স্টুডেন্ট একাউন্ট অফলাইনে খোলার উপায় কি?
✓ অনেকেই রয়েছেন যারা বিকাশ একাউন্ট খুলতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন। যাইহোক আপনি যদি অফলাইন পদ্ধতিতে বিকাশের স্টুডেন্ট একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে প্রথমেই আপনাকে বিকাশ এজেন্ট এর কাছে যেতে হবে। তাকে জন্ম সনদ ফরম প্রদান করতে হবে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট জমা দিতে হবে এবং ভেরিফিকেশন এর জন্য সাজেস্ট করতে হবে একটি মোবাইল নম্বর। ব্যাস এতটুকুই। পরবর্তী কাজ তারা নিজেরাই সম্পাদন করে দেবে মানে আপনাকে বিকাশ স্টুডেন্ট একাউন্ট ক্রিয়েট করে দেবেন।
তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, এই ছিল বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিয়ে আমাদের আজকের আলোচনা। মোবাইলে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানার পর নিশ্চয়ই আপনি এই মুহূর্তেই আপনার সুবিধার জন্য অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যদি বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিয়ে যদি কোন প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ। Tech Shanto