একটি ওয়েবসাইট দিয়ে গুগল এডসেন্সের মাধ্যমে ৩ লাখ টাকা আয় করেছি!

একটু ওয়েবসাইট খুলে এক মাসে কি লাখ খানিক টাকা আয় করা সম্ভব? হ্যাঁ সম্ভব! আজকের এই পোস্টে আমি কি বিষয় নিয়ে কাজ করে এক মাসে তিন লক্ষ টাকা আয় করেছি সেটা বলবো ও তার সাথে আমার ইনকাম এর স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব।

আমার গুগল এডসেন্সের এক মাসের ইনাকম ২,৭১৩.৭৫ ডলার।

মূল প্রসঙ্গে আসি, আমি মূলত অনলাইন ব্যাংকিং সম্পর্কে একটা ওয়েবসাইট তৈরি করি আর সেই ওয়েবসাইটে আমি বিকাশ নগদ রকেট বিভিন্ন অনলাইন ব্যাংকিং সম্পর্কে পোস্ট করে থাকি সেই ওয়েবসাইটে আমি গুগল এডসেন্সের approval নিয়েছি।

আমার সেই ওয়েবসাইটে টোটাল ৭০টি পোস্ট ছিল আর সেই ৭০টি পোস্টে আমি এক মাসে আয় করেছি ২৭১৩ ডলার। এবং আমার প্রতিদিন গুগল এডসেন্সে আয় হতো ১০০ থেকে ২০০ ডলার এর মত, কোনরকম সমস্যা ছাড়া প্রতিমাসে এই টাকাগুলো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছি।

গুগল এডসেন্স প্রতিদিন ১৫০ ডলার আয় করা স্ক্রীনশট

এখন আসি আপনার কিভাবে একটু ওয়েবসাইট তৈরি করে গুগল এডসেন্সের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন সেই বিষয়ে কিছু ইনফরমেশন দিব।

সিপিসি কম হলেও ইনকাম যদি বেশি করতে চান তাহলে যেসব ওয়েবসাইট বানাতে পারেন যেমন: নিউজ, ট্রেন্ডিং নিউজ, গানের লিরিক্স, এই তিনটি বিষয় নিয়ে আপনারও ওয়েবসাইট করলে ওয়েবসাইটে সিপিসি কম পেলেও ভিজিটর অনেক পরিমাণ থাকবে এর ফলে আপনার ওয়েবসাইটে ইনকামের মাত্রা অনেক বেড়ে যাবে। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই যদি বাংলা কন্টেন থাকে তাহলে ইনকাম গুলো কম হবে আর যদি ইংলিশ কনটেন্ট হয়ে থাকে তাহলে আপনারা অনেক হাই সিপিসি পাবেন এর ফলে আপনাদের ইনকাম অনেক বেড়ে যাবে।

এখন আসি মোটামুটি সিপিসি পাওয়া যাবে এমন কিছু কনটেন্ট নিয়ে ‘ফোনের সেটিংস’ ‘অনলাইন ব্যাংকিং’ ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপ গুলি নিয়ে পোস্ট করলে সেটাতেও ইনকাম অনেকটা ভালোই থাকবে।

এখন আসি ওয়েবসাইট বানিয়ে অনেক হাই সিপিসির কনটেন্ট লিখে মাসে লক্ষ টাকা উপার্জন করা উপায় (ট্রেডিং সাইট কিংবা অ্যাপ) অথবা (বেটিং সাইট) এছাড়াও (ইন্সুরেন্স) নিয়ে পোস্ট লিখে। এই এই আর্টিকেল গুলিতে গুগল এডসেন্স সব সময় হাই CPC দিয়ে থাকে, এর ফলে আপনার ওয়েবসাইটে ১টি ক্লিকে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

গুগল এডসেন্সের সিপিসি ও RPM

তবে একটা জিনিস মনে রাখবেন ইনকাম করা এত সহজ না অনেক সময় দিতে হয় এবং ধৈর্য ধরতে হয় একটু ওয়েবসাইট যখন তার বয়স হবে দুই থেকে তিন বছর তখন আপনার ওয়েবসাইটে ইনকাম অনেক বেড়ে যাবে এবং সাথে সাথে আপনাদের যে কাজটি করতে হবে রেগুলার ভালো ভালো ইউনিক কনটেন্ট লিখতে হবে। ইউনিক কনটেন্ট লিখলে আপনার ওয়েবসারে ইনকামটা অনেক বেড়ে যাবে এবং পোস্টগুলোর Rank করবে।

আমার ওয়েবসাইট এর বয়স প্রায় তিন বছর, আর রেগুলার ইউনিক কনটেন্ট পোস্ট করায় আমার ইনকাম টা অনেক ভালো ছিল প্রতি ক্লিকে ১০টাকা করে পেতাম। হয় তো বা আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বললাম সেভাবে কেউ আপনাদের বুঝ হবে না। একটু ধৈর্য ধরে আমাদের ওয়েবসাইটে সময় দিন তাহলে নতুন অনেক কিছুই শিখতে পারবেন।

সবাই ভালো থাকবেন আর যদি সম্ভব হয় আমার দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে দেখতে পারেন।

ওয়েবসাইট খুলে গুগল এডসেন্সের মাধ্যমে কত টাকা আয় করা সম্ভব?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here