ঘরে বসে IELTS প্রস্তুতির টিপস
ঘরে বসে IELTS প্রস্তুতির টিপস নিয়ে আমাদের আজকের আলোচনা। যারা স্বপ্ন দেখছেন বাইরের দেশে যাবেন, বাইরে কোন ভালো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, তাদের জেনে রাখা উচিত কিভাবে IELTS পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা সম্ভব।
কেননা নিজ দেশ থেকে বাইরের যে কোন দেশে পড়ালেখা, কাজের সূত্রে অথবা বসবাসের জন্য যদি কেউ ট্রান্সফার হতে চায় সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জমা দিতে হয় IELTS এর স্কোর সার্টিফিকেট। আপনি যদি IELTS ডকুমেন্ট সংগ্রহ করতে চান এবং ঘরে বসেই বিনামূল্যে নিজে নিজেই একটি ভালো প্রস্তুতি নিতে চান তাহলে আজকের আলোচনার সাথে থাকুন।
IELTS কি | ELTS বলতে কি বুঝায়
IELTS এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (international English language testing system), যেটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে একাডেমিক এবং অন্যটি হচ্ছে জেনারেল। মূলত একাডেমিক IELTS পরীক্ষা একরকম হয়ে থাকে এবং জেনারেল পরীক্ষা আলাদা হয়ে থাকে। কিন্তু আপনি যদি IELTS প্রস্তুতির টিপস আয়ত্ত করতে পারেন এবং সব সময় মাথায় রাখেন তাহলে আশা করা যায় ঘরে বসে আপনি আইইএলটিএস পরীক্ষার জন্য নিজেকে উপযুক্ত করতে পারবেন।
তাই নিজের অংশটুকু পড়ার মাধ্যমে সম্পূর্ণভাবে জানুন আইইএলটিএস এক্সাম এর চারটি সেকশন অর্থাৎ লিসেনিং, রিডিং রাইটিং এবং স্পিকিংয়ে যদি টিকে যেতে চান তাহলে ঠিক কিভাবে কি করতে হবে কোনটা কি কিভাবে পড়তে হবে এবং কোথায় থেকে কিভাবে শুরু করতে হবে সে সম্পর্কে খুঁটিনাটি।
শূন্য থেকে ielts প্রস্তুতি | IELTS প্রস্তুতির টিপস
পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরী। আর IELTS (International English Language Testing System) পরীক্ষায় ভাল করতে হলে সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। তবে মনে রাখা প্রয়োজন– ঘরে বসে প্রস্তুতি নেওয়ার সুবিধা যেমন আছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে। এই আর্টিকেলে, আমরা ঘরে বসে IELTS প্রস্তুতির জন্য সেরা টিপস ও কৌশলগুলি আলোচনা করবো, যা আপনাকে সফলতার পথে এক ধাপ এগিয়ে রাখবে আশা করা যায়।
ঘরে বসে IELTS প্রস্তুতির টিপস
ইতিমধ্যে আমরা জেনেছি আইইএলটিএস পরীক্ষাটি মূলত চারটি ভাগে বিভক্ত। তো আপনি যদি ভালো স্কোর করতে চান সেক্ষেত্রে লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিং উভয়ের জন্যই আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে। আর তবে না আপনি মূল্যবান এই ডকুমেন্ট সংগ্রহ করতে পারবেন।
IELTS স্পিকিং টেস্ট এর জন্য প্রস্তুতিমূলক পরামর্শ
IELTS স্পিকিং টেস্টের জন্য প্রস্তুতি নিতে কিছু যা যা করবেন সেগুলো হলো–
১. নিয়মিত অনুশীলন।
✓ নিয়মিত অনুশীলনের জন্য প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন অথবা আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে আলোচনা করুন। পাশাপাশি আপনি চাইলে নিয়মিত অনুশীলনের জন্য ইংরেজি উচ্চারণ এবং বাক্যগঠন নিয়ে কাজ কাজ করার মাধ্যমেও স্পিকিং টেস্ট এর জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন।
২. সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা।
✓ আইইএলটিএস স্পিকিং টেস্ট পরীক্ষায় ভালো করতে চাইলে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করুন এবং পড়ুন। আর সব সময় চেষ্টা করুন বিভিন্ন বিষয়ের উপর আপনার নিজস্ব মত প্রকাশের।
৩. স্পিকিং টেস্টের ফরম্যাট
✓ যেকোনো পরীক্ষায় ভালো মার্ক পেতে চাইলে অবশ্যই পরীক্ষার সিস্টেম জেনে নেওয়া জরুরী। তাই স্পিকিং টেস্টের ফরমেট এর দিকে নজর দিতে হবে যে কারোরই। তো যাই হোক আপনি যদি আইইএলটিএস পরীক্ষায় ভালো কিছু করতে চান এবং স্পিকিং টেস্টের জন্য ১০০ শতাংশ কার্যকরী প্রস্তুতি নিতে চান তাহলে—
- Introduction and Interview: সাধারণ প্রশ্ন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি বেশি জানুন এবং আলোচনা করুন
- Long Turn: একটি নির্দিষ্ট বিষয়ে দুই মিনিটের জন্য কথা বলার অভ্যাস করুন এবং Discussion: দ্বিতীয় অংশের বিষয়ের ওপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা করুন।
৪. টাইম ম্যানেজমেন্ট
সময়ের কোন বিকল্প নেই, সঠিক সময়ে সঠিক কাজ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই প্রতিটি অংশের জন্য নির্ধারিত সময়ে কথা বলার অভ্যাস করুন। এর পাশাপাশি দ্বিতীয় অংশে দুই মিনিটের জন্য কথা বলার প্রস্তুতি নিন।
৫. রেকর্ডিং এবং রিভিউ
আইইএলটিএস স্পিকিং পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে রেকর্ড করুন এবং পরে সেই রেকর্ডিং শুনুন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ঘরে বসে বেশ ভালো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন পাশাপাশি আপনার ভুলগুলো খুঁজে বের করুন এবং সেগুলি সংশোধন করুন। ব্যাস এতে করেও বেশ ভালো সুবিধা পাবেন আপনি।
৬. ভোকাবুলারি বৃদ্ধি।
✓ যেহেতু এই পরীক্ষা ইংরেজিতে না হয়ে থাকে তাই ভোকাবুলারি শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া খুবই জরুরী এজন্য বিভিন্ন বিষয়ে নতুন শব্দ এবং ফ্রেজ শিখার চেষ্টা করুন অতঃপর প্রয়োগের মাধ্যমে শব্দভান্ডার বাড়ানোর চেষ্টা করুন এবং সব সময় রিলাক্স থাকুন। মনে রাখবেন পরীক্ষার দিন মানসিকভাবে চাপমুক্ত থাকাটা খুবই জরুরী সেই সাথে স্পিকিং পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই স্পষ্ট ভাবে কথা বলুন এবং ধীরস্থির মনোভাব নিয়ে পরীক্ষা আরম্ভ করুন।
আর সর্বশেষে– আপনার শিক্ষক বা কোচ থেকে ফিডব্যাক নিন। ফিডব্যাক অনুযায়ী উন্নতি করার চেষ্টা করুন। ব্যস শুধুমাত্র এগুলি মেনে চললে, আপনার IELTS স্পিকিং টেস্টে ভালো ফলাফল করতে সহায়ক হবে।
IELTS রিডিং টেস্ট এর জন্য প্রস্তুতিমূলক পরামর্শ
আইইএলটিএস রিডিং টেস্টে ভালো করতে চাইলে নিজের দক্ষতা উন্নয়ন করুন পাশাপাশি প্রচুর প্রচুর অনুশীলন করুন শব্দভাণ্ডার বৃদ্ধি করুন সেই সাথে প্রশ্নের ধরন সম্পর্কে বিস্তারিতভাবে জানুন। কেননা এই পরীক্ষাতে মোট সময় থাকে ষাট মিনিট এবং প্রশ্নের সংখ্যা থাকে মাত্র ৪০টি। সেই সাথে মেসেজ থাকে তিনটি যেটা আকারে অনেকটাই লম্বা।
তো আপনি যদি এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে চান সেক্ষেত্রে–
- পড়ায় মনোযোগী হন
- ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ুন
- মেইন টপিক অর্থাৎ কিওয়ার্ড ভালোভাবে জেনে নিন এবং একটি সঙ্গে আরেকটির মিল খুঁজে বের করুন
- বারবার ডিভিশন দিন সেই সাথে আত্মবিশ্বাস রাখুন।
IELTS লিসেনিং টেস্ট এর জন্য প্রস্তুতিমূলক পরামর্শ
কেউ যদি আইএলটিএস লিসেনিং টেস্ট পরীক্ষাতে ভালো করতে চান তাহলে তাকে ইংরেজি ভাষায় অডিও রেকর্ডিং শুনতে হবে নিয়মিত। কেননা আপনি যদি নিয়মিত অডিও রেকর্ডিং শুনেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন সেই সাথে নোট নেওয়ার অভ্যাস করার মাধ্যমেও লিসেনিং স্কিল ডেভেলপ করতে পারবেন।
IELTS রাইটিং টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরামর্শ | IELTS এক্সামের সেরা প্রস্তুতি
একই ভাবে, IELTS রাইটিং টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরামর্শ | IELTS এক্সামের সেরা প্রস্তুতি নিতে আরো যা যা করতে পারেন সেগুলো হলো —
- বিগত বছরের আইইএলটিএস প্রশ্নপত্র গুলো বারবার দেখুন এবং পড়ুন
- নিজের জানার পরিধি বৃদ্ধি করুন এবং পরীক্ষার ফরম্যাট সম্পর্কে জানুন
- প্রতিদিন লেখার অভ্যাস করুন সেই সাথে নতুন নতুন কলাকৌশল অবলম্বন করতে শিখুন
- Ielts এর উদাহরণ রচনা করুন এবং সেগুলো বিশ্লেষণ করুন ভালোভাবে শিখুন
- সময়সীমা মেনে চলার মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট করতে শিখুন এবং প্রত্যেকটি টাস্ক যত্ন সহকারে ভালোভাবে পড়ুন
- প্রস্তুতি বই এবং অনলাইন রিসোর্স ব্যবহার করুন আইএএলটিএস পরীক্ষার প্রস্তুতির জন্য
- নিয়মিত মক টেস্ট দিন এবং সাম্প্রতিক টপিক সমূহ সম্পর্কে খুঁটিনাটি জানুন।
আশা করা যায় এ কয়েকটি বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে খুব সহজে ঘরে বসে IELTS প্রস্তুতির টিপস আয়ত্ত করে খুব ভালো পরীক্ষা দিতে পারবেন এবং কাঙ্খিত স্কোর পেতে সক্ষম হবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। Tech Shanto