Instagram কী | ইন্সটাগ্রাম কেন ব্যবহার করা হয়

Instagram কী | ইন্সটাগ্রাম কেন ব্যবহার করা হয়ঃ সময়ের সাথে সাথে মানুষের কাছে বেড়ে চলেছে Instagram ব্যবহারের চাহিদা। পূর্বে আমাদের দেশে এটি ব্যবহারের লোকসংখ্যা কম থাকলেও বর্তমানে বেড়ে চলেছে এর ব্যবহার। আমরা লক্ষ্য করতাম সাধারণত সেলিব্রিটিরা এটি ব্যবহার করে কিন্তু এই সময়ে সাধারণ মানুষ ও ব্যবহার করে থাকে ইন্সটাগ্রাম। তাই আমরা আজ জেনে নিব ইন্সটাগ্রাম সম্পর্কে।

Instagram কী

আধুনিক যুগে সবার সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই এগুলো জানা উচিত। Instagram কী? ২০১০ সালে ইন্সটাগ্রাম আবিষ্কারের পরে ২০১২ সালে ফেসবুকের অধীনে চলে যায় এটি। এটার মাধ্যমে আমরা বিভিন্ন পিকচার বা আমাদের করা বিভিন্ন ভিডিও শেয়ার দিতে পারবো। এটার ব্যবহার এখন প্রতিটি মানুষের মাঝেই ছড়িয়ে যাচ্ছে।

ইনস্টাগ্রাম দিয়ে আমরা কি কি করতে পারি?

সবকিছু ব্যবহারের পিছনে কারণ থাকে। তেমনিভাবে এটা ব্যবহারের ও রয়েছে কিছু কারণ। প্রথমে আমরা জেনে নেই এটা দিয়ে কী কী করা যায়।ধরুন আমরা একটি জিনিস কিনলাম কিন্তু তার ব্যবহার কিভাবে করতে হয় এটা কী কী কাজে লাগে তা আমরা কিছুই জানি না। তাহলে কিন্তু ওই জিনিসটি আমাদের কোনো কাজেই আসবে না৷ তাই, সঠিক ব্যবহার জানতে হবে।

  1. ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা যে কোনো ধরনের ছবি পোস্ট করতে পারবে। ধরেন,আজ আপনি কোথাও ঘুরতে গেলেন অনেক গুলো ছবি উঠাইলেন এখন আপনি চাচ্ছেন আপনার ছবিগুলো কোথায় রাখতে এবং সবার সাথে শেয়ার করতে। এক্ষেত্রে আপনার প্রথম প্রায়োরিটি হবে ইন্সটাগ্রাম। ঠিক এই কারণেই বিভিন্ন সেলিব্রিটিরা ব্যবহার করে থাকে এটি।
  2. আধুনিক যুগে শুধু মানুষ ছবির ক্ষেত্রে নয়, এগিয়ে আছে ভিডিও ধারণ করার ক্ষেত্রে ও। অনেকেই সখের বশে করে আবার অনেকেই প্রফেশনাল। এখন এই ভিডিও শেয়ার দেয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে ইন্সটাগ্রাম। কিন্তু এখানে একটি কথা আছে যেমন সবকিছুর নিদিষ্ট নিয়ম থাকে তেমনি ইন্সটাগ্রামে ভিডিও পাবলিশ করার ক্ষেত্রে আছে নিয়ম৷ এখানে আপনি ৬০ সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। ৬০ সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করলে তা নরমালি পোস্ট না হয়ে আইজিটিভির অংশে চলে যাবে। আরেকটি অপশন হিসেবে আছে রিলস।
  3. শুধু ভিডিও নয় এখান থেকে যে কেউ তার পছন্দের সময়ে লাইভে যোগ হতে পারবে।
  4. আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হলো ফিল্টার যা মেয়েরা বেশি ব্যবহার করে। সবাই চায় তার ছবি আরও বেশি সুন্দর হোক সবার কাছে আকর্ষনীয় ও পছন্দের। তাই ইউজ করে থাকে ভিন্ন ভিন্ন ফিল্টার। এখানে অল্প সংখ্যক নয়, রয়েছে অসংখ্য ফিল্টার যা দিয়ে সহজেই যে কেউ যেকোনো ধরনের পরিবর্তন আনতে পারবে তার ছবিতে।
  5. মেসেন্জারের মতো রয়েছে আরেকটি সুবিধা। ভালো কোনো মুহুর্ত, সুন্দর ছবি ২৪ ঘন্টার জন্য শেয়ার করা যায়। শুধু ছবি নয় ভিডিও ও করা যায়। Instagram খোলার ক্ষেত্রে কী অনেক ঝামেলা সহ্য করতে হয়? মোটেও না, যেহেতু ইন্সটাগ্রাম হলো ফেসবুকের সাথে সম্পর্কিত ও তাই যে কেউ সহজেই এটি ওপেন করতে পারে ফেসবুকের সাথে।

যদি কারও ফোনে ফেসবুক লগ ইন করা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই ফেসবুকের সাথে শুধু লগ ইন উইথ ফেসবুক অপশন দিয়ে সরাসরি ওপেন করা যায় ইন্সটাগ্রাম আইডি। এভাবেই আমরা খুব সহজে ইন্সটাগ্রাম ব্যবহার করতে পারি এবং ওপেন করতেও নেই কোনো ঝামেলা।

তো সুপ্রিয় পাঠক বৃন্দ, এই ছিল আমাদের আজকের “Instagram কী | ইন্সটাগ্রাম কেন ব্যবহার করা হয়” সম্পর্কিত আলোচনা পর্ব। যদি কোন মতামত থেকে থাকে কমেন্ট করে জানান। সেই সাথে নিয়মিত যেকোনো পোস্ট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Leave a Comment