কিওয়ার্ড কি? কিওয়ার্ড কত প্রকার এবং জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুলস সমূহ
কিওয়ার্ড কি? কিওয়ার্ড কত প্রকার এবং জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুলস সমূহঃ আপনারা যারা ব্লগার অথবা ইউটিউবার তারা নিশ্চয়ই জেনে থাকবেন কীওয়ার্ড বলতে কী বোঝায়? কারণ আপনি যদি না জেনে থাকেন কীওয়ার্ড কি? কি ওয়ার্ড রিসার্চ কি এবং এগুলো কত প্রকার? তাহলে বলা যায় আপনি youtube এবং ব্লগিং সম্পর্কে প্রাথমিক ধারণা পর্যন্ত অর্জন করতে পারেননি। কারণ অনলাইন সেক্টরে কাজ করার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ এর ব্যাপারটি একটি কমন ব্যাপার হিসেবে গণ্য করা যেতে পারে।
আপনারা এমন অনেকেই রয়েছেন কী ওয়ার্ড রিসার্চ সম্পর্কে সম্পূর্ণ জানেন না। আর তাই তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই আর্টিকেলের আয়োজন। প্রিয় পাঠক বন্ধুরা আজ আমরা আমাদের এই ছোট আর্টিকেলে আলোচনা করব keyword কত প্রকার এবং কি কি? সেই সাথে জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুলস সমূহের নাম। আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চান তারা অবশ্যই আজকের এই আর্টিকেল স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। আর জেনে নিন ১৫ টি সেরা কিওয়ার্ড রিসার্চ টুলস সম্পর্কে।
কিওয়ার্ড কি?
কিওয়ার্ড হলো এমন একটি শব্দগুচ্ছ, যা একটি আর্টিকেল বা একটি ওয়েব পেজের মূল বিষয়বস্তুকে ইঙ্গিত করে। কিওয়ার্ড বলতে আপনি সেই সকল শব্দ বা শব্দগুচ্ছ কে বলতে পারেন যা ব্যবহার করে কোন একজন ব্যক্তি গুগল অথবা অন্য যে কোন সার্চ ইঞ্জিন এর মাধ্যমে তার কাঙ্ক্ষিত পণ্য এবং সেবা অনুসন্ধান করে থাকে।
উদাহরণস্বরূপ ধরুন, আপনার একটা ইনফরমেশনের খুব প্রয়োজন, মানে আপনার শরীর খারাপ হয়েছে তাই আপনি শারীরিক দুর্বলতা কাটানোর জন্য কোন উপায় খুঁজে বেড়াচ্ছেন, যেটা ঘরোয়া ভাবে সম্পন্ন করতে পারবেন। কিন্তু এ সম্পর্কে আপনি কিছুই জানেন না। যে কি কি কাজ করলে আপনি এখন শারীরিকভাবে সুস্থতা অনুভব করবেন। তাই কিভাবে শারীরিক দুর্বলতা কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন?
সে বিষয়ে জানতে হলে আপনাকে হয়তো বা এ বিষয়ে কোনো একটি আর্টিকেল পড়তে হবে কিংবা ভিডিও দেখতে হবে, নয়তোবা ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু বর্তমানে যেহেতু সবকিছুই অনলাইন ভিত্তিক, মানে চিকিৎসাটাও অনলাইনের মাধ্যমেও করা হয়ে থাকে। তাই আপনি যদি চান তাহলে google অথবা ইউটিউবে যে কোন সার্চ ইঞ্জিনে গিয়ে এ বিষয়ে সার্চ করলেও পেয়ে যাবেন।
এখন আপনি স্বাভাবিকভাবে এখন গুগলে গিয়ে সার্চ করবেন যে “শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার উপায় কি”আর এটি হল একটি কিওয়ার্ড। সহজ কথায় কিওয়ার্ড হচ্ছে শব্দ বা শব্দের গুচ্ছ, যার মাধ্যমে ইউজারস তার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারে গুগল বা অন্য যেকোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে।
কীওয়ার্ড রিসার্চ কি?
কি ওয়ার্ড বলতে কি বোঝায় আমরা ইতোমধ্যে জেনেছি। এবার জানব যে কিওয়ার্ড রিসার্চ বলতে কী বোঝায়? স্বাভাবিকভাবে বলতে গেলে বলা যায় কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে কিওয়ার্ড নিয়ে গবেষণা। মানে কোন একটা শব্দ অথবা শব্দ গুচ্ছ কে নিয়ে এনালাইসিস করাটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ।
আমরা জানি যে রিসার্চ শব্দটা দ্বারা গবেষণা কে বোঝায়। তাই শাব্দিক অর্থ বলতে শব্দ কিংবা বাক্য নিয়ে গবেষণা ই হলো কিওয়ার্ড রিসার্চ। তবে সেটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য। সার্চ ইঞ্জিনে কোন কিওয়ার্ড নিয়ে কতবার সার্চ করা হয় সেটা নিয়ে গবেষণা করাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ।
আপনারা হয়তো জেনে থাকবেন ইন্টারনেটের জগতে কিওয়ার্ড রিসার্চকে বলা হয়ে থাকে হৃৎপিণ্ড। ব্লগিং ইউটিউব যাই করেন না কেন কিওয়ার্ড রিসার্চ ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব নয়। সার্চ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই একমাত্র ইন্টারনেট জগতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেইসাথে হিউজ পরিমাণ টাকা ইনকামেরও মাধ্যম রয়েছে। কিন্তু এ পর্যায়ে অবশ্যই জানতে হবে সঠিক কিওয়ার্ড রিসার্চ করার টেকনিক।
কীওয়ার্ড কত প্রকার এবং কি কি
কিওয়ার্ড অনেক প্রকারের হয়ে থাকে। তবে এর মাত্র তিনটি প্রধান ধরন রয়েছে। সেগুলো হচ্ছে
- শর্ট টেইল কিওয়ার্ড
- লংটেইল কিওয়ার্ড
- রিলেটেড কিওয়ার্ড
এগুলোকে যদি আপনি এসইও অথবা ব্লগিং এর ভাষায় বলতে চান তাহলে বলা যাবে, শর্ট টেইলিকিওয়ার্ড হল অন পেজ এসইও। লং টেইল কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও। অপরদিকে রিলেটেড কিওয়ার্ড হচ্ছে অফ পেজ এসিও। তো কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড কত প্রকার এবং কি কি এই সম্পর্কে আমরা জানলাম। যেহেতু কনটেন্ট মার্কেটিং করার জন্য, সেটা হতে পারে youtube আবার হতে পারে গুগলে, তবে সেটা যাই হোক না কেন, এক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ কিওয়ার্ড এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ।
তবে যারা আমরা এ সম্পর্কে একদমই নতুন তারা জানিনা, কিওয়ার্ড রিসার্চ কেন জরুরী? তাই এ সম্পর্কে অল্প বিস্তর ধারণা পেতে পরবর্তী স্টেপটি মনোযোগ সহকারে পড়ুন।
কিওয়ার্ড রিসার্চ কেন জরুরী? কিওয়ার্ড রিসার্চ করলে কি হয়?
কিওয়ার্ড রিসার্চ কেন জরুরী এটা যদি আপনার প্রশ্ন হয় তাহলে বলবো, আপনি যে উদ্দেশ্যে কাজ করছেন সেই উদ্দেশ্য পূরণ করাই হলো কিওয়ার্ড রিসার্চের জরুরি তলফ। কারণ আমরা একটা আর্টিকেল লিখে থাকি কিওয়ার্ডের উপর ভিত্তি করে। আর মানুষ সচরাচর সেই কিওয়ার্ড লিখে সার্চ করে গুগলে, যে কিওয়ার্ড ইউজার ফ্রেন্ডলি এবং যার সার্চ ভলিউম অনেক অনেক বেশি।
আর এর মাধ্যমেই গুগল একটা আর্টিকেলকে রাঙ্ক করায়। মেইন কথা হচ্ছে ভিজিটর নিয়ে আসার জন্য কিওয়ার্ড রিসার্চ জরুরী। আমরা জানি যে ভিজিটর নিয়ে আসার জন্য দুটি জনপ্রিয় পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে বিজ্ঞাপন অপরটি অর্গানিক ট্রাফিক। এখানে প্রথমটির জন্য প্রয়োজন হয় অর্থ অর্থাৎ টাকা আর দ্বিতীয়টির জন্য এসইও অপটিমাইজেশনের দরকার পড়ে।
ট্রাফিক নিয়ে আসার জন্য এসইও করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিওয়ার্ড রিসার্চ করে অপটিমাইজ করা। তাহলে বুঝতেই পারছেন কিওয়ার্ড রিসার্চ কেন জরুরী! এবার চলুন বাছাইকৃত কেউ আর রিসার্চ টুলস সম্পর্কে জানি।
কিওয়ার্ড রিসার্চ এর জনপ্রিয় টুলস সমূহের নাম
কিওয়ার্ড রিসার্চ এর জন্য এ পর্যন্ত অনেক অনেক টুলস এর আগমন ঘটেছে কিন্তু এর মধ্যে বাছাইকৃত জনপ্রিয় কয়েকটি কিওয়ার্ড রিসার্চ টুলস হচ্ছে,
- গুগল সার্চ কনসাল
- উবার সাজেস্ট
- Soovle
- Jaxxy
- Ahrefe keyword recharge tool
- গুগল কিওয়ার্ড প্ল্যানার
- কিওয়ার্ড টুল ডট আইও
- কিওয়ার্ড এভরিওয়ার
- গুগল ট্রেন্ডস
- সেমরাস
- KWFinder
- কোশ্চেন ডিবি
- Serpstat
- কিওয়ার্ড স্ন্যাচার
- মোচ কিওয়ার্ড এক্সপ্লোরার
- SECocpit
এরমধ্যে বেশ কিছু কিওয়ার্ড ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর কিছু কিওয়ার্ড পেইড করার মাধ্যমে ব্যবহার করা যাবে। কিওয়ার্ড রিসার্চ টুস গুলোর সাহায্যে আপনি খুব সহজেই আর্টিকেলের জন্য নতুন নতুন এবং লাভজনক কিওয়ার্ড খুঁজে পাবেন। আর প্রত্যেক প্রফেশনাল ব্লগাররা এ প্রক্রিয়াটি অবশ্যই অবলম্বন করে থাকে।
পরিশেষেঃ তো ভিউয়ার্স আজ এ-পর্যন্তই, যদি কোন মতামত থেকে থাকে কমেন্ট করে জানান। সেই সাথে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি আবারো নতুন টপিকের নতুন আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।