জেনে নিন ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর উপায়
জেনে নিন ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর উপায়ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাশাপাশি বর্তমানে instagram বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এখন ইনস্টাগ্রাম থেকেও মানুষ ইনকাম করছে টাকা। আর এই মাধ্যমকে অবলম্বন করে অর্থ উপার্জনের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার।
তাই বন্ধুরা আমাদের আজকের আর্টিকেলের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা আজ আলোচনা করব— instagram ফলোয়ার বাড়ানোর দ্রুততম উপায় সম্পর্কে। আপনি যদি না জেনে থাকেন instagram কি? এটি কেন ব্যবহার করবেন এবং কিভাবে instagram ফলোয়ার্স বাড়াবেন?
তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও পড়ে নিন। আজ আমরা জরুরী টিপস এবং ট্রিকস শেয়ার করব ছোট এই আর্টিকেলের মাধ্যমে।
ইনস্টাগ্রাম কি?
Instagram শব্দটি এসেছে ইনস্ট্যান্ট ক্যামেরা এবং টেলিগ্রাম এই দুটি শব্দের যোগফলের সমাস থেকে। এটি এক ধরনের অ্যাপ অর্থাৎ সফটওয়্যার, যা আপনি আপনার ফোন বা স্মার্টফোনে পাবেন, ল্যাপটপেও পাবেন, আবার কম্পিউটারেও পেয়ে থাকবেন।
সহজ ভাবে বললে বলা যায়, ইনস্টাগ্রাম হলো একটি আমেরিকান ফটো এন্ড ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটা এমন একটি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বা অ্যাপ যার মাধ্যমে মূলত ভিডিও এবং ফটো শেয়ার করা হয়।
আপনারা যারা instagram ব্যবহার করেন তারা অবশ্যই এই সম্পর্কে জেনে থাকবেন। কিন্তু এখন সেসব ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জানা প্রয়োজন, যে কিভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো যায়? তাই আপনারা যদি না জেনে থাকেন তাহলে পরবর্তী স্টেপ গুলো মনোযোগ সহকারে পড়ুন।
Instagram ফলোয়ার বৃদ্ধি করার উপায় সমূহ কি কি
আপনারা হয়তো অনেকেই ভেবে থাকবেন instagram এর ফলোয়ার বৃদ্ধির জন্য আমরা আপনাদেরকে কোন অ্যাপস বা ওয়েবসাইট সাজেস্ট করব। কিন্তু প্রকৃতপক্ষে আপনারা যদি এমন ধারণা মনের মধ্যে বসে থাকেন তাহলে সে ধারণাটি একদমই ভুল। তাহলে বলবো পরবর্তী স্টেপগুলো আপনার না পড়লেও চলবে। আর যদি এই দুটি ধারণা বাদ রেখে আপনি অন্য কিছু টিপস ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার বৃদ্ধির উপায় গুলো জানা আবশ্যক।
কেননা ফলোয়ার বাড়ানোর যেগুলো অটো ফলোয়ার ওয়েবসাইট রয়েছে সেগুলো একদমই কাজের নয়। অনেকেই মার্কেটিং এর জন্য এই অ্যাপসগুলোর বিভিন্ন ফিডব্যাক দেবে সে সম্পর্কে আগ্রহ প্রকাশ করলে আপনি আপনার মূল্যবান সময়টুকুই শুধু নষ্ট করবেন। তাই আমি বলবো সেই সব ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে নিজেকে দূরে রাখুন আর অন্য যে সকল উপায় রয়েছে সেগুলো ফলো করে চলুন।
আপনি যদি পরিশ্রমের সাথে কাজ করেন এবং সঠিক সময় সঠিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে খুব সহজেই যে কোন সেক্টরে দ্রুত সফলতা পাওয়া সম্ভব। তাই এ পর্যায়ে আমরা আপনাদেরকে ইনস্টাগ্রাম ফলোয়ার বৃদ্ধি করার উপায় সমূহ অবগত করছি। সেগুলো হচ্ছে
- Instagram বায়ো
- নিয়মিত পোস্ট
- সর্বদা এনগেজ থাকা
- হ্যাশট্যাগ ব্যবহার করা
- ভালো মানের ছবি আপলোড করা
- এবং রিলেটেড কনটেন্ট।
ইনস্টাগ্রাম বায়ো
আপনি যদি আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে চান তাহলে এমন একটা বায়ো কালেকশন করতে হবে যেটা কারো সাথে ম্যাচ করবে না সেই সাথে হবে সংক্ষিপ্ত এবং আকর্ষণীয়। কারণ ইনস্টাগ্রাম এর ফ্যান ফলোয়ার বৃদ্ধির ক্ষেত্রে বায়ো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই আপনি যদি একজন instagram ইনফ্লুয়েনসার হিসেবে কাজ করতে চান তাহলে একটি বিষয় অর্থাৎ আইডিয়া জেনারেট করতে হবে যে আপনি কোন টপিক বা কোন নিস নিয়ে কনটেন্ট তৈরি করবেন। পরবর্তীতে আপনার সেই পরিচিত instagram প্রোফাইলে আপনার নিজ রিলেটেড এমন একটি বায়ও দিতে হবে যেটা খুব সহজেই পিপল কে আকর্ষণ করবে এবং আপনাকে ফলো করতে বাধ্য হবে।
নিয়মিত পোস্ট
এটি শুধুমাত্র instagram এর ক্ষেত্রে নয় ইউটিউব ফেসবুক বা ওয়েবসাইটে যে কোন কাজের ক্ষেত্রে নিয়মিত হওয়া অত্যন্ত আবশ্যক। আপনি যদি instagram ফলোয়ার বৃদ্ধি করার জন্য খুব বেশি কিছু নাও করতে চান তাহলে নিয়মিত হন।
কারণ আপনি যদি নিয়মিত আপনার পোস্ট পাবলিশ করতে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাবে। সেই সাথে আপনার ফলোয়ার ধরে রাখতে বেশ সহায়ক হবে। খুব ভালো হয় যদি আপনি প্রতিদিন কমপক্ষে দুটি করে ছবি পোস্ট করেন এবং ছবি পোস্টের সাথে কমপক্ষে দুটি করে স্টোরিস শেয়ার করেন।
যদিও বা instagram ছবি শেয়ারিং এর জন্য জনপ্রিয় তবুও সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড করার চেষ্টা করা উচিত আপনার। এতে করে খুব সহজেই আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাবে এবং নতুন অনেক ইউজারস অ্যাড হবে সে সাথে আপনার ফ্যান ফলোয়ার আপনার অ্যাকাউন্টে নিয়মিত ভিজিট করবে।
সব সময় এনগেজ থাকতে হবে
আপনি যদি অর্গানিক ট্রাফিক আনতে চান মানে অর্গানিকভাবে আপনার instagram একাউন্টে ফলোয়ার বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে উপযোগী উপায় হবে সর্বদা এনগেজ থাকা। তাই নিয়মিত এনগেজ থাকবেন। তাহলে দেখবেন দ্রুত আপনার ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এনগেজ থাকবেন? এর জন্য বেশ কয়েকটি কাজ আপনি করতে পারেন। যেমন ধরুন,
- সপ্তাহে দুই থেকে তিন বার লাইভ সেশন করা
- নিয়মিত আপনার পোষ্ট গুলো ভিজিট করা এবং প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়া
- ছবি এবং ভিডিও পোষ্টের সাথে নিয়মিত স্টোরি শেয়ার করা
- একাংশ তৈরির প্রথম পর্যায়ে বা অ্যাকাউন্ট যদি নতুন হয়ে থাকে তাহলে নিজ রিলেটেড অন্যান্য প্রোফাইল ফলো করা ও নিয়মিত তাদের পোস্টে কমেন্ট করা।
কারণ আপনি যদি অন্য কারো পোস্টে কমেন্ট করেন তাহলে সেখান থেকেও অনেক অর্গানিক ইউজার্স আপনার একাউন্টে আসবে এবং আপনার instagram একাউন্ট যদি তাদের কাছে অ্যাট্রাক্টিভ মনে হয়, তাহলে আপনাকে ফলো করে রাখবে। তাই খুব দ্রুত ইনস্টাগ্রাম ফলোয়ার বৃদ্ধির জন্য আপনি নিয়মিত এনগেজ থাকবেন মানে অ্যাক্টিভ থাকবেন।
হ্যাশট্যাগ ব্যবহার করবেন
ফেসবুকে হ্যাশট্যাগের তেমন কোন কার্যকারিতা না থাকলেও ইনস্টাগ্রামে এর খুবই প্রয়োজনীয়তা রয়েছে। তাই ইনস্টাগ্রাম ফলোয়ার বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে।
কারণ হেয়ার স্টাইল ব্যবহার করলে instagram এর পোস্টগুলো তত বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে পৌঁছায় অর্থাৎ রিচ বৃদ্ধি পায়। তাই ফলোয়ার বৃদ্ধির ক্ষেত্রে এটি অবশ্যই অবলম্বন করবেন।
উন্নত মানের ছবি
Instagram একটি ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম এটা আমাদের কারোরই অজানা নয়।। তাই আপনি যদি instagram এর ফলোয়ার বৃদ্ধি করতে চান এবং সেই ফলোয়ার গুলোকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এট্রাক্টিভ এবং খুব সুন্দর সুন্দর ভালো মানের ছবি আপলোড করতে হবে।
তাই হাই কোয়ালিটির ফটো জোগাড় করুন অবশ্যই এ ফটোটি আপনার নিজস্ব হতে হবে এবং সেগুলোই আপলোড করুন। মনে রাখবেন ৫০ থেকে ৭০ ভাগ মানুষ instagram ব্যবহার করে থাকে শুধুমাত্র হাই কোয়ালিটির ফটো ইউজ করবে বলে।
রিলেটেড কনটেন্ট
আপনি ইনস্টাগ্রাম একাউন্টটি যে নিসের কথা ভেবে খুলেছেন অবশ্যই সেই রিলেটেড কনটেন্ট পাবলিশ করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি এই পদ্ধতি অবলম্বন না করেন তাহলে সেখানে যে কোন ইউজারস এসে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে এবং তারা এটা ধরে নেবে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি একদম জগা খিচুড়ি পাকানো। তাই পুরাতন ফলোয়ার ধরে রাখতে সেই সাথে instagram ফলোয়ার ধীরে ধীরে বৃদ্ধি করতে অবশ্যই রিলেটেড কনটেন্ট আপলোড করার চেষ্টা করুন। এর পাশাপাশি আপনি আরও বেশ কয়েকটি পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে পারেন ইনস্টাগ্রাম ফ্যান ফলোয়ার বৃদ্ধি করার ক্ষেত্রে। সেগুলো হচ্ছে,
- অ্যাকাউন্ট প্রমোশন করে
- ট্রেন্ডিং টপিকের ওপর কনটেন্ট ক্রিয়েট করে
- ইনস্টাগ্রামের অন্যান্য পোস্টগুলোতে লাইক কমেন্ট করে
- ইনস্টাগ্রাম রিয়েলস এর ব্যবহার করে
- Instagram profile অপটিমাইজ করে এবং ফেসবুকের মাধ্যমে প্রফেশনাল একাউন্ট তৈরি করে।
তো পাঠক বন্ধুরা আশা করি এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব সহজেই ইনস্টাগ্রামে ফলোয়ার ধরে রাখতে পারবেন সেই সাথে ফলোয়ারের সংখ্যা আরো বৃদ্ধি করতে পারবেন।
পরিশেষে, ভিউয়ার্স আপনারা চাইলে প্রোফাইল প্রমোট করার মাধ্যমে কিন্তু ভালো পরিমান ইনস্টাগ্রাম ফলোয়ার বৃদ্ধি করতে পারেন। তবে এ পর্যন্ত আমরা আপনাদেরকে যে উপাগুলো সাজেস্ট করেছি সেগুলো ফলো করলেও আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে ফ্যান ফ্লাওয়ার বৃদ্ধি করতে পারবেন।
তাই প্রথমত কন্টেন্টের ওপর ফোকাস করুন এবং নিয়মিত হন। পরবর্তীতে সেই সব রুলস মেনে চলুন যা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ সাজেস্ট করেছে। আজকের আলোচনা পর্ব এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবারও নতুন টপিকের নতুন কোন আলোচনা পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। Learn how to increase Instagram followers