মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সার্ভিস ও শাখা সমূহ
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সার্ভিস ও শাখা সমূহঃ বাংলাদেশের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর যাত্রা পথ শুরু হয়েছিল ২০১৩ সালে। যা শুরুর দিকে নয় ব্যাংকের একটি মিডল্যান্ড ব্যাংক ছিল। তবে এই ব্যাংকটি গ্রাহক পরিধি খুব বেশি বাড়াতে না পারলেও কর্পোরেট সুশাসনে অগ্রগতি দেখিয়েছে। এদের স্লোগান হচ্ছে “ব্যাংক ফর ইনক্লুসিভ গ্রোথ” বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য ব্যাংক। পাঠক বন্ধুরা আজকে মূলত আমরা আমাদের এই আর্টিকেলে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সার্ভিস সমূহ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই সাথে আলোচনা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শাখা সমূহের নাম।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
এক নজরে দেখে নিন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন।
✓ধরন=পাবলিক লিমিটেড কোম্পানি
✓প্রতিষ্ঠাকাল=২০১৩ সালের ২০-জুন
✓শিল্প= ব্যাংকিং, আর্থিক পরিসেবা
✓সদর দপ্তর=৪০/৭ গুলশান অ্যাভিনিউ, গুলশান-২, ঢাকা-বাংলাদেশ
✓ওয়েবসাইট= মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
✓ব্যাংকের পণ্য সমূহ= ফাইন্যান্স ও বীমা কনসুমার ব্যাংকিং, যৌথ ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপন।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সার্ভিস সমূহ
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড কারেন্ট এবং সেভিংস একাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিল সহ মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং এবং এসএমএস ব্যাংকিং সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং এর সেবা প্রদান করে থাকে। এ পর্যায়ে আমরা মিডল্যান্ড ব্যাংকের কিছু সেবা সমূহের বিস্তারিত জানবো।
✓মিডল্যান্ড ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
মিডল্যান্ড ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক দেশের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় তার অ্যাকাউন্টগুলো তে এক্সেস করতে পারবে। মূলত আপনি যদি মিডল্যান্ড ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা পেতে চান তাহলে সেবা হিসেবে যা যা ভোগ করতে পারবেন সেগুলো হলো:
- ফ্রান্ড স্থানান্তর
- চেক বই এর আবেদন
- পাসওয়ার্ড রিসেটের সুযোগ
- মোবাইল টপ আপ
- রকেট ফান্ড ট্রান্সফার
- নগদ ফান্ড ট্রান্সফার
- বিকাশ ফ্রেন্ড ট্রান্সফার
- নিজ ব্যাংকে ফান্ড স্থানান্তর করার সুবিধা
- ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা
- নিজস্ব একাউন্টে ৭ থেকে ২৪ টি এক্সেস এবং রিয়েল টাইম অ্যাকাউন্ট স্টেটমেন্ট।
মিডল্যান্ড ব্যাঙ্ক মোবাইল অ্যাপ
আপনি একজন গ্রাহক হিসেবে মিডল্যান্ড ব্যাংক মোবাইল অ্যাপ এর সুবিধা দিতে সক্ষম। আপনি যদি ব্যাংক থেকে কখনো দূরে অবস্থান করেন সেক্ষেত্রে স্মার্টফোন বার ট্যাবলেট আপনার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠবে। কেননা মেডল্যান্ড ব্যাংক মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি যেকোনো কাজ সম্পাদন করতে পারবেন। আইওএস এবং এন্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ব্যাংকের মোবাইল অ্যাপ খুব দ্রুত এবং সহজে ইনস্টল করা সম্ভব সেই সাথে সুবিধার জন্য ও অধিক নিরাপদ। মিডল্যান্ড ব্যাংক মোবাইল অ্যাপে আপনি যে সেবাগুলো পাবেন সেগুলো হলো:
- ফ্রান্ড স্থানান্তর
- চেক বই এর আবেদন
- পাসওয়ার্ড রিসেটের সুযোগ
- মোবাইল টপ আপ
- রকেট ফান্ড ট্রান্সফার
- নগদ ফান্ড ট্রান্সফার
- বিকাশ ফ্রেন্ড ট্রান্সফার
- নিজ ব্যাংকে ফান্ড স্থানান্তর করার সুবিধা
- ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা
- নিজস্ব একাউন্টে ৭ থেকে ২৪ টি এক্সেস এবং রিয়েল টাইম অ্যাকাউন্ট স্টেটমেন্ট।
মিডল্যান্ড ব্যাংক ঝটপট একাউন্ট
মিডল্যান্ড ব্যাংক অ্যাপ এর সুবিধা কি অত্যন্ত সহায়ক কেননা এই অ্যাপের কারণে গ্রাহককে লাইনে দাঁড়িয়ে কোন কাজের জন্য অপেক্ষা করতে হবে না বা ব্যাংকে গিয়ে ফরম পূরণ করতে হবে না। শুধুমাত্র মিডল্যান্ড অনলাইন অ্যাপ ডাউনলোড করে অথবা ওয়েবসাইট ভিজিট করে মিডল্যান্ড এর ই সেবার সেভিংস একাউন্ট খুলে খুব সহজেই সার্ভিস সমূহ গ্রহণ করা সম্ভব হবে। তবে হ্যাঁ আপনি যদি মেয়েটির ল্যান্ড ব্যাংক ঝটপট একাউন্ট খুলেন তাহলে এক্ষেত্রে আপনি যে যে সুবিধা গুলো উপভোগ করতে পারবেন সেগুলো হচ্ছে:
- প্রথমে একাউন্ট খোলার জন্য প্রথম চেক বই ফ্রি
- প্রথম বছরের ডেবিট কার্ড এর চার্জ ফ্রি
- তাৎক্ষণিক টাকা লেনদেনের সুযোগ সুবিধা এবং সেলফ রেজিস্ট্রেশন সুবিধার মাধ্যমে এই মুহূর্তে মোবাইল অ্যাপ রেজিস্ট্রেশনের সুযোগ।
তাই আপনি যদি মিডল্যান্ড ব্যাংক ঝটপটে নিজের একটা একাউন্ট খুলতে চান অর্থাৎ রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের ইন্সট্রাকশন মেনে চলুন।
প্রথমত: গুগল প্লে স্টোরে গিয়ে মিডল্যান্ড ব্যাংকের মোবাইল অ্যাপ ইন্সটল করুন অথবা মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন
দ্বিতীয়তঃ উল্লেখিত লিস্ট থেকে যেকোনো একটি পূর্ণ নির্বাচন করুন
তৃতীয়তঃ এমডিবির সাথে আপনার একটা অ্যাকাউন্ট আছে বা নেই তার ঘোষণা প্রদান করুন পরবর্তীতে সম্ভাব্য মাসিক লেনদেনের পরিমাণ নির্ধারণ করুন
চতুর্থত: আপনার মোবাইল ফোনে পাঠানো ও টিপি ব্যবহার করে আপনার মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস তালিকাভুক্ত করুন
পঞ্চমত: আপনি আপনার এনআইডি কার্ড এর ছবি তুলুন। অবশ্যই সামনে এবং পেছনে উভয় দিকে ছবি তুলে আপলোড করবেন
ষষ্ঠমত: নিজের একটি সেলফি তুলুন এবং সেলফি তোলার সময় চোখ লাফান আর এদিক সেদিক তাকিয়ে ফটোর সাথে ম্যাচ করে আপলোড করুন।
সপ্তমত: পরবর্তীতে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো পূরণ করুন তারপর ১২ সংখ্যার ইউটিআইএন আপলোড করুন। যদি এটা থেকে থাকে.
অষ্টমত: নমিনের তথ্য প্রদান করুন এবং নমিনের ছবি আপলোড করুন সেই সাথে এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম সনদ আপলোড করে যাচাই-বাছাই করুন।
নবমত: অর্থের উৎস সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করুন নমুনা স্বাক্ষর আপলোড করুন এবং প্রয়োজনীয় সকল তথ্য আপলোড করার পর প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
দশমত: আপনি আপনার ইমেইল অথবা মোবাইল এসএমএস চেক করুন। কেননা সকল ইনফরমেশন সঠিক প্রক্রিয়ায় দেওয়া সম্পন্ন হলে নিশ্চিত করতে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে অথবা ইমেইলে আপনি কোন বার্তা পেয়ে যাবেন। ব্যাস, হয়ে গেল আপনার ছটফট একাউন্ট খোলা এবার ওপেন করার পালা।
মিডল্যান্ড ব্যাংকের ফি ও চার্জ সমূহ
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সেবা দিয়ে থাকে এবং সেই সেবার বিপরীতে বিভিন্ন ধরনের ফি ও চার্জ নিয়ে থাকে। সেগুলো হলোঃ
- গ্যারান্টি
- ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড
- সাধারণ গ্রাহক সার্ভিস
- ইমপোর্ট, এক্সপোর্ট
- লোন ফি ও চার্জ
এছাড়াও এ সকল সেবার পাশাপাশি ব্যাংকটি বেশকিছু সার্ভিস প্রদান করে। সেগুলো হচ্ছে:
- মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সেবা
- মিটল্যান্ড ব্যাংক বিল কালেকশন
- মিডল্যান্ড ব্যাংক লোন ইন্টারেস্ট রেট
- মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং
- মিডল্যান্ড ব্যাংক কন্টাক্ট সেন্টার
- মিডল্যান্ড ব্যাংক এসএমএস ব্যাংকিং
- মিডল্যান্ড ব্যাংক লকার সার্ভিস
- মিডল্যান্ড ব্যাংক ডিপোজিট ইন্টারেস্ট রেট
- মিডল্যান্ড ব্যাংক এর অন্যান্য সেবা সমূহ
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর যেকোনো ইনফরমেশন জানতে ভিজিট করুন = www.midlandbankbd.net
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ঠিকানাঃ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
পরিশেষে: তো পাঠক বন্ধুরা, এই ছিল মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সার্ভিস ও শাখা সমূহ সম্পর্কিত আর্টিকেল। আশা করি আজকের এই আর্টিকেল আপনাদের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সার্ভিস ও শাখা সমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে সক্ষম হয়েছে। নিয়মিত আমাদের পোস্টগুলো পেতে অবশ্যই ওয়েবসাইটের সাবস্ক্রাইব অপশন এ ক্লিক করুন এবং চাইলে বুক মার্ক করে রাখুন। আল্লাহ্ হাফেজ।