নগদ personal account কি | নগদ পার্সোনাল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি 2023
নগদ personal account কি | নগদ পার্সোনাল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় পাঠকবৃন্দ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ওয়েবসাইটে। দেখুন আমরা ইতোমধ্যে নগদ একাউন্ট সম্পর্কিত একটা আর্টিকেল পাবলিশ করেছি আমাদের ওয়েবসাইটে। কিন্তু আজ আমরা জানবো নগদ পার্সোনাল একাউন্ট কি এবং কিভাবে নগদ পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায়, সে সম্পর্কে। তাই আপনি যদি নগদে নিজের একটা পার্সোনাল একাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
নগদ পার্সোনাল একাউন্ট কি?
প্রথম প্রশ্ন, নগদ পার্সোনাল একাউন্ট কি বা নগদ পার্সোনাল একাউন্ট বলতে আসলে কি বোঝায়? আপনি নিশ্চয়ই এটা জানেন, নগদ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল অর্থনীতিক সেবা, যার মাধ্যমে খুব সহজেই যে কেউ যে কোন স্থানে অবস্থান করে টাকা লেনদেন করতে পারে। আর এই মোবাইল ব্যাংকিং সেবা নগদে, মূলত কয়েকটি ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব হয়।
তার মধ্যে একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। নগদ পার্সোনাল একাউন্ট হচ্ছে সেটি, যেটা ব্যক্তিগত লেনদেনের উদ্দেশ্যে খোলা হয়ে থাকে। সুতরাং যে অ্যাকাউন্ট একান্তই ব্যক্তিগত লেনদেনের উদ্দেশ্যে নগদ অর্থাৎ ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ ক্রিয়েট করা হয়ে থাকে–সেটাই হচ্ছে পার্সোনাল নগদ একাউন্ট।
নগদ পার্সোনাল একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?
আপনি যদি নগদে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সে জন্য আপনার কাছে বেশ কিছু জিনিষ থাকতে হবে সেই সাথে লাগবে কাগজপত্র। তবে হ্যাঁ,কাগজপত্র না থাকলেও চলবে যদি আপনি আপনার সম্পর্কিত সকল ইনফরমেশন সঠিক সঠিক পূরণ করতে পারেন। সাথে আরও লাগবে আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের ফটো। আর এর পাশাপাশি মূলত প্রয়োজন পড়বে নিজের কয়েকটি জিনিস:
- একটি স্মার্টফোন
- একটি সচল ফোন নাম্বার
- অ্যাকাউন্ট হোল্ডারের সেলফি
ব্যাস, আপনার কাছে যদি এই কয়েকটি জিনিস থেকে থাকে তাহলে আপনি খুব সহজে একলা ঘরে বসে আপনার নগদ পার্সোনাল একাউন্ট খুলে ফেলতে পারবেন। তাও আবার কারো কোন রকম সাহায্য ছাড়াই। আর হ্যাঁ অবশ্যই মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। যদি আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট ক্রিয়েট করতে চান।
পাশাপাশি আপনি অবশ্য *১৬৭# ডায়াল করার মাধ্যমেও নগদ পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আর্টিকেলেরএই পর্যায়ে আমরা আপনাদেরকে নগদ পার্সোনাল একাউন্ট খোলার দুইটি মাধ্যম সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেই, কিভাবে *১৬৭# ডায়াল করে নগদ পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন আবার কিভাবে অ্যাপের মাধ্যমে নগদ personal account খুলবেন–সে সম্পর্কে।
পার্সোনাল নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি
আপনি যদি নগোদে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে নগদ মোবাইল অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার একটা সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। তাই আমাদের দেওয়া নির্দেশনা গুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন আর খুব সহজে খুলে ফেলুন আপনার নগদ পার্সোনাল একাউন্ট।
মোবাইল অ্যাপের মাধ্যমে নগদ পার্সোনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম
প্রথমত: আপনার মোবাইলে নগদ মোবাইলে অ্যাপ ইন্সটল করুন। ইন্সটল কাজ সম্পন্ন হলে এরপর নগদ অ্যাপটি তে আপনি প্রবেশ করুন। সেখানে নিজের একটি নাম্বার প্রবেশ করান যে নাম্বারে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। আপনি যদি সঠিক নাম্বারটি প্রদান করেন এরপর জানতে চাওয়া হবে আপনার সিম প্রোভাইডারের সম্পর্কে। তাই সেখানে উল্লেখিত সকল ইনফর্মেশন সঠিকভাবে পূরণ করুন পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করুন।
দ্বিতীয়ত: সাবমিট বাটনে ক্লিকের পর আপনার ফোনে অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ও টিভির নাম্বার আসবে। ওটিপি নাম্বার বসিয়ে আপনি সেটাকে সাবমিট করে দিন। ব্যাস আপনার দ্বিতীয় ধাপ সম্পন্ন হলো।
তৃতীয়ত: নিয়ম অনুযায়ী আপনি আপনার এন আই ডি কার্ড সাবমিট করুন। কেননা ওটিপি নাম্বার আসার পরবর্তীতে আপনার স্কিনের সামনে আসবে ভেরিফিকেশনের জন্য চাহিদা কৃত তথ্য। যা আপনার স্মার্ট কার্ড অর্থাৎ এনআইডি কার্ডে রয়েছে। আর হ্যাঁ এই সময় আপনার কিন্তু আগে তোলা কোন ফটো অ্যাড করা যাবে না তাৎক্ষণিক ক্লিক করার মাধ্যমে ছবি তুলতে হবে। তাই যখন আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন ঠিক সেই সময় এনআইডি কার্ড অবশ্যই সাথে রাখুন এবং উভয় পাশের ছবি ভালোভাবে তুলে সাবমিট করুন।
চতুর্থত: এনআইডি কার্ড ভেরিফাই করুন। মানে আপনি যে স্মার্ট কার্ডটি দিয়েছেন তার প্রেক্ষিতে তথ্যগুলো ড্যাশবোর্ডে দেখানো হবে আর এ পর্যায়ে আপনি যাচাই-বাছাই করতে পারবেন যে আপনার দেওয়া তথ্য গুলো সঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে পুনরায় এডিট করুন আর যদি না থেকে থাকে তাহলে যাচাই-বাছাই সম্পন্ন হলে সাবমিট করে দিন।
পঞ্চমত: উল্লেখিত information গুলো প্রদান করুন সঠিকভাবে। এ পর্যায়ে মূলত আপনার অন্যান্য তথ্য প্রদান করতে হবে। যেমন আপনার পেশা কি, আপনার জেন্ডার কি লেনদেনের উদ্দেশ্য এবং অ্যাকাউন্টের ধরন কেমন ইত্যাদি ইত্যাদি। তাই সেখানে আপনার যেটা যেটা সঠিক মনে হবে আপনি তা পূরণ করুন এবং পরবর্তী ধাপের জন্য অগ্রসর হন অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করুন।
ষষ্ঠমত: নিজের ফেস ভেরিফিকেশন করুন। এ পর্যায়ে মূলত আপনার ফটো লাগবে আর এটা আগের তোলা কোন ফটো হলে চলবে না। মূলত আপনার চেহারায় স্ক্যান করা হবে এ পর্যায়ে। এই সময় অবশ্যই মুখমন্ডল বারবার ফোনটি ধরতে হবে কোন চশমা পরা যাবে না এবং স্ক্রিনে দেওয়া ইন্সট্রাকশন গুলো ফলো করতে হবে। সেগুলো হচ্ছে চোখ বড় করে তাকানো, আই মিন লাফানো। মাথায় এদিক সেদিক করা ইত্যাদি।
সপ্তমত: ফেস ভেরিফিকেশন এর কাজ সম্পূর্ণ হলে স্বাক্ষর প্রদান ও নীতিমালা গুলো দেখে স্বাক্ষর কার্য হয়ে গেলে পরবর্তী ধাপে প্রবেশ করুন। এ পর্যায়ে আপনাকে প্রিভিউ এন্ড সাবমিট অপশনটি দেখানো হবে অর্থাৎ যদি কোন কিছু ভুল থেকে থাকে তাহলে সেগুলো পুনরায় ঠিক করুন অন্যথায় এগিয়ে যান। যদি সকল ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে আপনার নাম্বারে ওটিপি যাবে। ওটিপি নাম্বার সাবমিট করুন পরবর্তীতে পিন নাম্বার সেটআপ করুন। যেটা ৪ ডিজিটের হয়ে থাকে। ব্যাস তাহলেই হয়ে গেল আপনার মোবাইল অ্যাপের সাহায্যে নগদ পার্সোনাল অ্যাকাউন্ট খোলা।
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদের ইউ এস এস ডি কোড হচ্ছে *167# যার সাহায্যে প্রাথমিকভাবে খুব সংক্ষেপে নগদ একাউন্ট ক্রিয়েট করা সম্ভব হয়। আপনি যদি এপের মাধ্যমে নগদ একাউন্ট না খুলতে চান সেক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমত: নগদ এর ইউএসএসডি কোড ডায়াল করুন
দ্বিতীয়ত: আপনার চার সংখ্যার পিন নাম্বার সেটআপ করুন
তৃতীয়ত: পিন নাম্বার নিশ্চিত করুন
চতুর্থত: কোন মুনাফা পেতে চান কিনা তা নিশ্চিত করুন।
ব্যাস, হয়ে গেল আপনার পার্সোনাল নগদ একাউন্ট ক্রিয়েট করা। তবে হ্যাঁ মনে রাখবেন আপনি যদি নগদের সকল সুযোগ সুবিধা পেতে চান তাহলে অবশ্যই অ্যাপের সাহায্যে আপনার জাতীয় পরিচয় পত্র ভেরিফাই করিয়ে পার্সোনাল নগদ অ্যাকাউন্ট খুলবেন। নচেৎ সকল সুযোগ সুবিধা ভোগ করা সম্ভব হবে না।
নগদ একাউন্ট ব্যবহারের নির্ধারিত শর্তাবলী
নগদ অনেক জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা, এটা আমরা প্রায় সবাই কম বেশি জানি। কিন্তু প্রত্যেকটা বিষয়ের কিছু নিয়ম বা শর্তাবলী থেকে থাকে। তাই নগদ একাউন্ট ব্যবহার করার পূর্বে আমাদের বেশ কিছু শর্তাবলী জেনে রাখা অতীব জরুরী। তাহলে চলুন এ পর্যায়ে আমরা জেনে নেই আপনি নগদ একাউন্ট তৈরির পূর্বে কোন কোন শর্তাবলী অবশ্যই পড়ে নেবেন অর্থাৎ অ্যাকাউন্টস নিবন্ধন বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কি কি শর্তাবলী প্রযোজ্য?
✓প্রত্যেক নগদ গ্রাহকদের জন্য একটা নীতিমালা বাধ্যতামূলক করা হয়েছে। সেটা হচ্ছে দেশের প্রচলিত আইন ও ডাক বিভাগ প্রচলিত ধারা সমূহ অনুসরণ করে নগদের কার্যক্রম পরিচালনা হয়। তাই সকলকে তাদের নির্ধারিত বাধ্যতামূলক নীতিমালা গুলো অনুসরণ করতে হবে
✓ভুল নগদ নাম্বার প্রদানে কোন ধরনের আর্থিক ক্ষতির শিকার হলে তার জন্য কখনোই নগদ এর কর্তৃপক্ষ দায় বহন করবে না
✓ক্যাশ ইন=ক্যাশ আউট=পেমেন্ট ইত্যাদি ক্ষেত্রে নগদ গ্রাহককেই তার লেনদেনের গ্রহণযোগ্যতা যাচাই করতে হবে। এর দায় ভার কখনোই নগদ গ্রহণ করবে না বরং সম্পূর্ণ দায়ভার নগদ ব্যবহারকারী সেই গ্রাহকের।
✓ নগদ একাউন্টে লেনদেনের ক্ষেত্রে চার্জ সমূহ সকল গ্রাহকদের ক্ষেত্রে বাধ্যতামূলক। আর তাই পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে লেনদেন সম্পূর্ণ না হলে সেই দায়ভার নগদ বহন করবে না।
✓নগদ ব্যবহার সম্পর্কিত মূল্য ও ব্যয় নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট থেকে সময় মত কেটে নেওয়া হবে। আর এর পরিমাণ সবার ক্ষেত্রে সমান।
✓ গ্রাহকের অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখবে নগদ তবে আদালতের আদেশ অথবা আইন অনুযায়ী অনুমোদিত কোন ব্যক্তির প্রয়োজনে তথ্য প্রকাশ বা প্রদান করতে পারবে তারা।
✓একজন গ্রাহক তার নগদ একাউন্টের পিন নাম্বার কখনো কারো কাছে কোন অবস্থাতেই প্রকাশ করতে পারবেন না। আর যদি প্রকাশ করে থাকে তাহলে সেটার দায়ভার সম্পূর্ণ সেই গ্রাহকের নগদ কর্তৃপক্ষের নয়।
✓ আর্থিক লেনদেন সম্পর্কিত লেনদেন নগদ একাউন্ট ব্যবহার নীতিমালা বহির্ভূত এই ধরনের কোন কাজ নগদে দৃষ্টি বছর হলে সে ক্ষেত্রে আইনা এর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে নগদ।
পরিশেষে: তো সুপ্রিয় পাঠকবৃন্দ, আপনার কি নগদ একাউন্ট আছে যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানান। আর আজকের এই আর্টিকেলটি পড়ার পর আপনি যদি নগদ একাউন্ট খুলতে গিয়ে কোন সমস্যায় পড়েন, সেটা আমাদের সাথে শেয়ার করুন। সঠিক বিষয় জানুন নির্দেশনা বলি অনুসরণ করুন এবং যে কোন ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা ভোগ করুন। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।