নগদ একাউন্ট খোলার পদ্ধতি | জেনে নিন সহজেই নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪
নগদ একাউন্ট খোলার পদ্ধতি | জেনে নিন সহজেই নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল অর্থনৈতিক সেবা নগর, যা বর্তমানে মোবাইল ব্যাংকিং এর বড় জায়গা দখল করে আছে। নগদ হচ্ছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন পরিষেবা। আর নগদ এই অ্যাকাউন্ট খোলা খুবই সহজ।
সত্যি বলতে এই মাত্র কয়েক ক্লিকে আপনি ঘরে বসে ডাক বিভাগের নগদ একাউন্ট খুলে ফেলতে পারেন আপনার ফোনে। আপনারা যারা নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে জানতে চান, এবং নগদ একাউন্টে আরো কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে ধারণা পেতে চান তাহলে আজকের এই আর্টিকেল আপনাদের জন্য।
নগদ কি?
নগদ একাউন্ট খোলার পদ্ধতি জানার পূর্বে জেনে নেওয়া প্রয়োজন নগদ আসলে কি? নগদ হচ্ছে ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং পরিষেবা। যা থার্ড ওয়েস টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত হয়। ২০১৮ সালের নভেম্বর মাসের দিকে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। আর বর্তমানে নগদ খুব জনপ্রিয়তা পেয়েছে। মূলত এর সেবা এবং জনপ্রিয়তা বলা যায় বিকাশ এর মত।
আরেকটু ভিন্ন ভাবে বললে বলা যায় মোবাইল ব্যাংকিং সেবাই টাকা লেনদেনের সময় অনেক বেশি চার্জ কাটার হাত থেকে মুক্তি পেতে সে সাথে আরো কিছু সুবিধার জন্য বাংলাদেশ সরকার যে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করেছে সেটাই হচ্ছে নগর। যেটিতে বিকাশের চাইতে সার্ভিস চার্জ বেশ কম কাটা হয়। তাই আপনি চাইলে মোবাইল ব্যাংকিং এর এই পরিষেবাটি খুব সহজেই গ্রহণ করতে পারেন।
নগদে কি কি একাউন্ট খোলা যায়?
একজন মানুষ মনে হতে তিন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে। সেগুলো হলো:
- নগদ পার্সোনাল একাউন্ট
- নগদ উদ্যোক্তা একাউন্ট
- নগদ মার্চেন্ট একাউন্ট
নগদ পার্সোনাল একাউন্ট
সাধারণ গ্রাহকরা যে অ্যাকাউন্ট খুলে থাকে তাকে নগদ পার্সোনাল একাউন্টে বলা হয়। আর আপনি যদি কোন মোবাইল ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত থাকেন তাহলে নিশ্চয়ই পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বুঝায় এ সম্পর্কে অল্প বিস্তার ধারণা রয়েছে। এই অ্যাকাউন্ট কে ব্যক্তিগত একাউন্ট ও বলা চলে। আপনি যদি একজন নগদ পার্সোনাল অ্যাকাউন্ট হারিয়ে হতে চান সে ক্ষেত্রে আপনার বেশ কিছু কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে:
- জাতীয় পরিচয় পত্র
- আপনার নাম
- আপনার স্থায়ী ঠিকানা
- আপনার ছবি সহ যাবতীয় ইনফরমেশন।
নগদ personal account খোলার পদ্ধতি জানতে ভিজিট করুন == এখানে
নগদ উদ্যোক্তা একাউন্ট
নগদ উদ্যোক্তা অ্যাকাউন্ট হল নগদ উদ্যোক্তাদের জন্য অর্থাৎ এজেন্টদের জন্য। নগদ মোবাইল ব্যাংকিং পরিষেবা উদ্যোক্তা বলতে তাদের এজেন্ট কে বোঝায়। অর্থাৎ আপনি যদি একজন এজেন্ট হয়ে নগদের উদ্যোক্তা হিসেবে তাদের সুযোগ-সুবিধা গুলো পেতে চান বা উপার্জন করতে চান তাহলে আপনার জন্য এই একাউন্টের প্রয়োজন পড়বে। এক্ষেত্রে মূলত আপনার বেশ কয়েকটি জিনিসের প্রয়োজন পড়বে সেগুলো হলো:
- একটি দোকান
- ট্রেড লাইসেন্স
- আপনার জাতীয় পরিচয় পত্র
- শুধু তোমার পাসপোর্ট সাইজের ছবি।
নগদ উদ্যোক্তা অ্যাকাউন্ট খোলার পদ্ধতি জানতে ভিজিট করুন == এখানে
নগদ মার্চেন্ট একাউন্ট
এ ধরনের অ্যাকাউন্ট গুলো মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে থাকে। নগদ মার্চেন্ট একাউন্ট এর সুবিধা প্রচুর। মোবাইল ব্যাংকিং সেবা গুলো বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে এক ধরনের বিশেষ অ্যাকাউন্টের সুবিধা চালু রেখেছে আর সেটাকেই বলা হয়ে থাকে মার্চেন্ট একাউন্ট। অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবার মত নগদেও এই সিস্টেম চালু হয়েছে। তবে নগদের মার্জেন্ট একাউন্ট প্রোগ্রামের পোশাকি নাম হল স্বাধীন মার্চেন্ট একাউন্ট অর্থাৎ এস এম ই, যা নগদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য চালু করা হয়।
নগদ মার্চেন্ট একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং নগদ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন== এখানে
নগদ একাউন্ট খোলার নিয়ম সহজেই নগদ একাউন্ট খোলার পদ্ধতি
আপনি যদি নগদের একজন গ্রাহক হতে চান তাহলে মূলত তিনটি উপায়ে নগদ একাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটি হচ্ছে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আরেকটি হচ্ছে এজেন্টের মাধ্যমে এবং *১৬৭# ডায়াল করে।
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ অ্যাপ থেকে যদি আপনি ঘরে বসে মদ একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আমাদের দেওয়া নিজের ইন্সট্রাকশন ফলো করুন।
প্রথমত: প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপ ডাউনলোড করুন।
দ্বিতীয়তঃ অ্যাপ ডাউনলোডের পরবর্তীতে নগদ অ্যাপের প্রবেশ করুন।
তৃতীয়ত: উক্ত ইনফরমেশন পূরণ করুন অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠের ছবি আপলোড করুন।
চতুর্থত: একটা সেলফি তুলে অ্যাকাউন্টে যুক্ত করুন। অবশ্যই এই সময় চোখ বড় বড় করে তাকাবেন এবং ফেস এদিক সেদিক করবেন।
পঞ্চমত: টাইমস এবং কন্ডিশন গুলো পড়ুন এবং সঠিকভাবে পূরণ করুন।
ষষ্ঠ মত: আপনার সিগনেচার প্রদান করুন।
ব্যাস হয়ে যাবে আপনার নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ক্রিয়েট করা।
https://youtu.be/AdgaiIoEb60
এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম
অধিকাংশ গ্রাহকরা এজেন্টের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। কেননা সাধারণ মানুষ এদের খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এবং তাদের কাছে ঝামেলা মুক্ত মনে হয়। তে আপনি যদি এজেন্টের মাধ্যমে নগর অ্যাকাউন্ট খুলে নিতে চান সেক্ষেত্রে আপনাকে নিজে উল্লেখিত স্টেপগুলো ফলো করতে হবে।
প্রথমত: এজেন্টের কাছে যেতে হবে।
দ্বিতীয়ত: নগদ একাউন্ট খোলার জন্য যা প্রয়োজনীয় ইনফরমেশন এর প্রয়োজন সেগুলো প্রেরণ করতে হবে।
তৃতীয়ত: এজেন্ট এর কথা অনুযায়ী আপনার ফেস এবং সিগনেচার প্রদান করতে হবে।
আর বাকি কাজ এজেন্ট নিজেই করে দেবে। ব্যাস হয়ে যাবে আপনার নগদ একাউন্ট খোলা।
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
আপনি যদি অ্যাপ বা এজেন্ট এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে না চান ইউএসডি কোড ব্যবহার করে খুব সহজেই নগদ একাউন্ট খুলে ফেলতে পারবেন। এজন্য আপনাকে যা যা করতে হবে
প্রথমত: *167# ইউএসডি কোড ডায়াল করুন
দ্বিতীয়তঃ প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করুন
তৃতীয়ত: চারডেজিটে তিন সেটআপ করুন
চতুর্থত: পুনরায় দিন টাইপ করে কনফার্ম করুন যেটা একান্তই আপনার ব্যক্তিগত হবে।
পঞ্চমত: আপনি মুনাফা পেতে চান কিনা তা বেছে নিন।
ব্যাস এটুকু কাজ সম্পন্ন করলে আপনার নগদে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে।
নগদ একাউন্ট দেখার নিয়ম
ইতোমধ্যে আপনারা এটা জেনেছেন নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং কি কি পদ্ধতি অবলম্বন করে নগদ একাউন্ট ক্রিয়েট করা যায়। এবার জানব কিভাবে আপনি নগদ একাউন্ট দেখতে পারবেন। সত্যি বলতে এই নগদ একাউন্ট যদি আপনি চেক করতে চান সে ক্ষেত্রেও আপনি দুই ভাবে চেক করতে পারবেন একটি হচ্ছে নগদ এর মাধ্যমে আরেকটি হচ্ছে কোড ডায়াল করে।
কোড ডায়াল করে নগদ একাউন্টে দেখার নিয়ম
আপনি যদি কোড এর মাধ্যমে নগদ একাউন্ট চেক করতে চান সে ক্ষেত্রে আপনাকে নিচের ধাপগুলো সম্পন্ন করতে হবে।
প্রথমত: *167# তেল করুন
দ্বিতীয়তঃ my nagad অপশনে 7 লিখে সেন্ড করে প্রবেশ করুন
তৃতীয়ত: ওয়ান লিখে সেন্ড করে ব্যালেন্স এনকোয়ারি অপশনে ক্লিক করুন।
চতুর্থত: আপনার নগদ একাউন্টের পিন কোড সেন্ড করুন।
পঞ্চমত: চেক করুন আপনার নগদ একাউন্ট।
এপ্স এর মাধ্যমে নগদ একাউন্ট বা ব্যালেন্স চেক করার নিয়ম
আপনি যদি অ্যাপ থেকে নগদ একাউন্ট বা ব্যালেন্স চেক করতে চান সেক্ষেত্রে আপনাকে নিচের ধাপ গুলো সম্পন্ন করতে হবে। সেগুলো হলো:
প্রথমত: নগদ অ্যাপ ইন্সটল করে অ্যাপ এ প্রবেশ করুন
দ্বিতীয়তঃ অ্যাকাউন্ট নাম্বার ও ডিপি এবং সঠিক পিন দিয়ে অ্যাপেল লগইন করুন
তৃতীয়ত: চেক করুন আপনার অ্যাকাউন্ট বা ব্যালেন্স। এক্ষেত্রে যদি ভাষা বাংলা হয় তাহলে ব্যালেন্স যাতে ট্রাপ করুন ও ভাষা ইংরেজি হলে ট্যাপ ফর ব্যালেন্স বাটন চাপুন।
নগদ একাউন্টের সুবিধা
দেখুন ইতিমধ্যে আমরা নগদ একাউন্ট কি, নগদ একাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছি। তবে এ পর্যায়ে জানবো, নগদ একাউন্ট গুলো কি কি সুবিধা প্রদান করে থাকে, সেই সাথে আরো জানবো নগদ একাউন্ট ব্যবহারে কি কি অফার সমূহ পাওয়া যায়।
নগদ একাউন্ট এর সুবিধা সমূহ
বিকাশের মতো নগদ মূলত বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করে গ্রাহকদের। সেগুলো হচ্ছে
- নিরাপত্তা
- অপেক্ষা তো কম চার্জ
- আকর্ষণীয় অফার
নগদ একাউন্ট এর অফার সমূহ
নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেনে পাওয়া যাবে বিভিন্ন এক্সক্লুসিভ অফার ও সুবিধা। যেমন ধরুন:
- ইভেলিতে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট
- ওয়ালটন পন্যের ১০ পার্সেন্ট ডিসকাউন্ট
- সেবা ডট এক্স ওয়াই জেড সার্ভিসে ১০% ডিসকাউন্ট
- কোভিদ-১৯ টেস্ট ফ্রি
পরিশেষে: তো পাঠক বন্ধুরা এই ছিল নগদ একাউন্ট ক্রিয়েট করার সমস্ত বৃত্তান্ত নিয়ে আমাদের আজকের আর্টিকেল। তো যদি কোন প্রশ্ন থেকে থাকে বা আমাদের এই পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। নিয়মিত আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন এবং টিপস ও ইনকাম রিলেটেড যে কোন আর্টিকেল করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আল্লাহ হাফেজ।