বিকাশ অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম!

বিকাশ অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম!

কেমন হয় যদি দুই মিনিটে বিকাশ অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকেট কাটা যায়, হ্যাঁ এটা সম্ভব মাত্র দুই মিনিটে বিকাশের মাধ্যমে ট্রেনের টিকেট কাটতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গার।

বিশেষ করে ঈদের সময় ট্রেনের টিকেট কাটতে অনেক ধরনের সমস্যা পেয়ে থাকে যেমন সরকারি ওয়েবসাইটে ট্রেনের টিকেট কাটতে গেলে সার্ভার ডাউন ও ওয়েব সাইটে ঢুকা যায় না আরো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তবে বিকাশ অ্যাপ এর মাধ্যমে যদি ট্রেনের টিকেট কাটেন তাহলে এই সমস্যা গুলো পাবেন না আর আপনাদের সময় বেঁচে যাবে।
আমরা গভমেন্ট সাইটে টিকিট কাটতে গিয়ে সার্ভার ডাউনের জন্য টিকেট পাই না অথবা সার্ভার প্রবলেমের জন্য যে টিকিট টা কাটতে চাই সেই টিকেট টা কাটতে পারি না, তবে এবার বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট করলে আপনার পছন্দের সিট নিতে পারবেন, কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে বিকাশের মাধ্যমে ট্রেনের টিকেট করার উপায়টি দেখিয়ে দেই, বিস্তারিত স্ক্রীনশট ও ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝানো হয়েছে।

১. প্রথমে বিকাশ অ্যাপ কিংবা বিকাশ ওয়েবসাইট এ লগইন করতে হবে।

 

২. বিকাশ অ্যাপ এ নিচের দিকে (বাংলাদেশ রেলওয়ে) লেখা আছে ওটাতে ক্লিক করুন

৩. বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে ঢুকতে (I Agree) তে ক্লিক করুন

 

৪. বাংলাদেশ রেলওয়ে স্টেশন, এখানে আপনি কোন স্টেশন থেকে উঠবেন কোন স্টেশনে নামবেন সেটা লিখুন।

 

 

৫. বাংলাদেশ রেলওয়ে তে উঠার দিন তারিখ সিলেক্ট করুন।

 

৬. যে ট্রেনের যে সিট আপনি বুকিং করতে চান সেটা সিলেক্ট করুন।

 

৭. সব কিছু ঠিক থাক থাকলে (Search Trains) এ ক্লিক করে সার্চ করুন

 

৮. যদি বাংলদেশে রেলওয়ে ট্রেনের টিকেট থাকে তাহলে বুকিং এর অপশন পাবেন তখন বুকিং এ ক্লিক করে বুকিং করে নিতে পারবেন

 

৯. পাশাপাশি দেখতে পারবেন যে ট্রেন কোথায় কোথায় থামবে ও কোন স্টেশনে কতক্ষন দাঁড়াবে, এছাড়া সপ্তাহের কোন দিন ট্রেন চলবে না সেটাও দেখতে পারবেন

এই ছিল অনলাইনে বিকাশ অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম, আপনারা ঠিক এই ভাবে ট্রেনের টিকেট কাটতে পারবেন।

 

Bangladesh Railway Tricks Buy Link Railway
YouTube Video Watch
https://youtu.be/YJmXT5XOvho?si=xOzOWRwgUWCJ4neJ

Leave a Comment