ইউটিউবার শান্ত খান লাইফস্টাইল
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একজন মানুষকে তিনি অনেক জনপ্রিয় YouTuber শান্ত খান। শান্ত ভাই এর পরিচয় কোথায় জন্ম ও কোথায় বেড়ে উঠা শিক্ষা গত ও ইত্যাদি। কথা না বাড়িয়ে চলুন পরিচয় হওয়া যাক আমাদের প্রিয় শান্ত ভাই এর পরিচয়।
- ডাক নাম: শান্ত খান, সবাই আদর করে তার সভাবের সাথে মিলিয়ে এই নামটি ডাকে।
- আসল নাম: মোঃ মোতালেব, এই নাম টা তার আসল নাম এবং খুব কাছের মানুষ জন তাকে এই নামে ডাকে।
- জন্ম: রংপুর শহরে
- জন্ম তারিখ: ২০০০ সালের ১ জানুয়ারি মাসে।
বর্তমানে ঢাকা উত্তরা তে থাকেন তিনি, ওনার পিতা মাতা জীবিত, আর শান্তর দুই বোন আছে আর সে সবার ছোট।
শান্ত বর্তমানে বেসরকারি চাকরি করছে পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ইউটুবিং করে। জব বাদ দিয়ে শান্ত খান এর প্রতিমাসে ১লাখ টাকার উপরে আয় আছে। শান্ত খান এর ফেসবুক ফলোয়ার প্রায় ৩লাখ এর অধিক ও ইউটিউব এ ২লাখ, আর শান্ত খান এর ইউটিউব চ্যানেল রয়েছে ১০টার এর অধিক এর মধ্যে ওনার প্রিয় চ্যানেল (Multi Tech 24) এবং (Play Tech Bangla) এই দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এর সংখ্যা ১লাখের অধিক।
Personal Facebook Id: Shanto Khan
শান্ত খান এর TikTok আইডি তে আছে ৪লাখ এর বেশি ফান ফলোয়ার।
শান্ত খান খুব ভালো মনে একজন মানুষ সবার সাথে খুব সহজেই মিশে যায়।
শান্ত খান এর প্রিয় একটি বাইক আছে (Suzuki Gixxer FI ABS) উনি বাইক ও গাড়ি চালাতে খুব পছন্দ করে। ওনার এলাকায় অনেক সুনাম রয়েছে।
আশা করি এই পোস্টে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পোস্টটি শেয়ার করে দিন। আর শান্ত খান ভাই এর ইউটিউব চ্যানেল কিংবা পেজ ভিজিট করুন।
shanto khan pic