ওয়েব সিরিজ দেখার উপায় | সেরা অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইট
ওয়েব সিরিজ দেখার উপায় | সেরা অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইট: বর্তমান আধুনিক সমাজে বসবাসরত প্রায় সব মানুষই ওয়েব সিরিজ নামক কথাটির সাথে পরিচিত। বলতে পারেন, খুব অল্প সংখ্যক মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা কিনা এ সম্পর্কে জানে না। কারণ এই ওয়েব সিরিজ মানুষের কাছে এতটাই জনপ্রিয়। আগে টিভি নাটক দেখে মানুষ বেশ আনন্দ পেত। কিন্তু এখন টিভি নাটক, সিনেমা, সিরিয়াল এসব ছাড়িয়ে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ গুলো।
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব:
- ওয়েব সিরিজ কি?
- ওয়েব সিরিজ বলতে কী বোঝায়
- ওয়েব সিরিজের প্রকারভেদ
- ওয়েব সিরিজের সংক্ষিপ্ত ইতিহাস
- কিভাবে দেখা যাবে ওয়েব সিরিজ?
- অনলাইনে বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার জন্য অন্যতম সেরা সাইট কি কি?
- ভারতীয় ওয়েব সিরিজ দেখার সেরা অ্যাপ কোনটি?
- ওয়েব সিরিজ বিনামূল্যে দেখার নিয়ম
- বাংলা ওয়েব সিরিজ এর নাম সহ আরো বিস্তারিত।
তাহলে প্রিয় পাঠক বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা-পর্ব শুরু করি।
ওয়েব সিরিজ কি?
ওয়েব সিরিজ এক ধরনের ভিডিও এপিসোড। বলতে পারেন, এক ধরনের স্ক্রিপ্টেড কিংবা ননস্ক্রিপ্টেড অনলাইন ভিডিওর একটি ধারাবাহিকতা। সিনেমা এবং টিভি অনুষ্ঠানের মত এই ওয়েব সিরিজ গুলো গল্প হতে পারে আবার কাল্পনিকও হতে পারে। এটি এক ধরনের ছোট গল্প, যেটা ৮ থেকে ১০ টি এপিসোডের মধ্যে দর্শকের সামনে তুলে ধরা হয়।
এক কথায়, ওয়েব সিরিজ হলো, একটি গল্প বা কাহিনীর অনেকগুলো এপিসোডের একত্রিত সংগঠন। যেগুলো আলাদা আলাদা ভাবে গল্প, কথা এবং ছবির সমন্বয়–এ প্রকাশ করা হয় ইন্টারনেট মাধ্যম সহ বিভিন্ন প্লাটফর্মে।
ওয়েব সিরিজ বলতে কী বোঝায়?
ওয়েব সিরিজ কথাটির মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে দেখা এক ধরনের ভিডিও সিরিজ। অর্থাৎ ইন্টারনেট মাধ্যমে আপলোড করা ধারাবাহিক ভিডিওগুলো, যেগুলো একটা নির্দিষ্ট গল্প স্ক্রিপ্ট অথবা ননস্ক্রিপ্ট গল্প নিয়ে তৈরি হতে পারে। ওয়েব সিরিজ গুলো সাধারণত বিভিন্ন বিষয়বস্তুর ওপর নির্ভর করে তৈরি করা হয়। আর এগুলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ আকারে প্রকাশিত হয়। ওয়েব সিরিজের প্রতিটি এপিসোড অর্থাৎ আলাদা আলাদা পর্ব কে বলা হয় ওয়েবিসোড।
ফ্রীতে বাংলা ও হিন্দি ওয়েব সিরিজ দেখার সেরা ওয়েবসাইট ক্লিক করুন
ওয়েব সিরিজ কত প্রকার এবং কি কি?
ওয়েব সিরিজের ও প্রকারভেদ রয়েছে। মানে সিনেমা এবং টিভি শো গুলোর মত ওয়েব সিরিজেরও বিভিন্ন প্রকার বা ধরন হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় প্রকার গুলো হলো,
- থ্রিলার
- অপরাধ
- অ্যাকশন
- জীবনী
- কমেডি
- ভয়াবহ
- পাতাল
- রোমান্স
- নাটক।
এই নয় ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে দর্শক অনেক বেশি এট্রাক্টিভ। তবে এর বাইরেও আরো কিছু প্রকার রয়েছে।
ওয়েব সিরিজের সংক্ষিপ্ত ইতিহাস
১৯৯০ সালের শেষের দিকে ওয়েব সিরিজের আবির্ভাব ঘটে। এবং ২০০০ সালের দিকে এটি অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হচ্ছে ১৯৯০ সালের দিকে অনেক দর্শক জানতো না পর্যন্ত, যে ওয়েব সিরিজ আসলে কি?
তবে বর্তমান আধুনিক যুগে এটি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে, তাই টিভি সিরিজের পরিবর্তে এখন ওয়েব সিরিজ অনেক বেশি গ্রহণযোগ্য। জানা যায় ১৯৯০ সালের দিকে এর তেমন প্রচলন না থাকলেও এটি বর্তমান সময়ের সাথে খুব দ্রুত তাল মিলিয়ে চলছে। আর এখন অনেক কোম্পানি ওয়েব সিরিজ স্টিমিং শুরু করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পর জাপানি কোম্পানি ট্রিমিং শুরু করেছিল আর এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে প্রায় সকল দেশে ওয়েব সিরিজ পাওয়া যায়। এ পর্যন্ত ২০২০ সালের আমেরিকান ওয়েব সিরিজ গুলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয়।
কিভাবে দেখা যাবে ওয়েব সিরিজ ওয়েব সিরিজ দেখার নিয়ম
আপনি যদি ওয়েব সিরিজ দেখতে চান তাহলে মোবাইল এবং কম্পিউটার দুইটির সাহায্যেই দেখতে পাবেন। এজন্য প্রথমত আপনাকে কোন না কোন ওভার দ্য টপ প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত হতে হবে।
https://youtu.be/agFsFTrez68
ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওটিটি প্লাটফর্ম রয়েছে। আর সেগুলোর মাধ্যমেই আপনি ওয়েব সিরিজ দেখতে পাবেন। তাই যারা ওয়েব সিরিজ দেখবেন কিভাবে এমন প্রশ্ন করে থাকেন তাদেরকে বলছি ওয়েব সিরিজ দেখার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না।
শুধুমাত্র আপনার হাতে থাকতে হবে ল্যাপটপ অথবা মোবাইল ফোন সেই সাথে শক্তিশালী ইন্টারনেট সংযোগ। আর এটা আমাদের কারোরই অজানা নয়। পরবর্তীতে যা যা করতে হবে সেগুলো নিচের স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন।
১. প্রথমতঃ আপনার পছন্দের যেকোনো একটি প্রতিটি প্লাটফর্ম ইন্সটল করুন।
২. দ্বিতীয়তঃ ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সাহায্যে সাইন আপ করে ফেলুন।
৩. তৃতীয়ত সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিয়ে পেমেন্টের প্রস্তুতি নিন।
৪. চতুর্থতঃ ক্রেডিট বা ডেবিট কার্ডের বিবরণ দিন পরবর্তীতে
৫. পঞ্চমতঃ আপনি আপনার সংযুক্ত নম্বরে ওটিপি এলে তাই এন্টার করে পেমেন্ট কনফার্ম করে দিন।
ব্যাস হয়ে গেল পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টটি একদম রেডি দেখতে পাবেন তারপর আপনি আপনার পছন্দ মতো ওয়েব সিরিজ খুব সহজেই সেখান থেকে বাছাই করতে পারবেন।
অনলাইনে বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার জন্য অন্যতম সেরা সাইট কি কি?
আমরাই তো মধ্যে ওয়েব সিরিজ দেখার নিয়ম জেনেছি কিন্তু অনেকেই জানিনা অনলাইনে বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার অন্যতম জনপ্রিয় সাইটগুলো কি কি? সেই সাথে পেইড সাইড গুলোর মধ্যেও কোন গুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। তাহলে চলুন এ পর্যায়ে জেনে নেই ওয়েব সিরিজ দেখার এমন কিছু সেরা সাইটএর নাম।
- নেটফ্লিক্স
- এ এল টি বালাজি
- অ্যামাজন প্রাইম ভিডিও
- টি ভি এফ প্লে
- Tubi টিভি
- ম্যাক্স প্লেয়ার
- Voot
- Viu
- ভুডু
- জিও টিভি
- হইচই
- বিগফ্লেক্স
- হটস্টার
- জি ফাইভ
- সনি এল আই ভি
- Youtube
এবার চলুন এ পর্যায়ে জেনে নেই বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার নিয়ম। পেইড এর মাধ্যমে ওয়েব সিরিজ দেখা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর তাই তাদের সুবিধার্থে আমরা এ পর্যায়ে সেরা কতগুলো বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার অ্যাপ এবং কিভাবে দেখবেন সে সম্পর্কে সঠিক ইনস্ট্রাকশন দেব।
ওয়েব সিরিজ বিনামূল্যে দেখার নিয়ম
বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার জন্য বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে তবে তার মধ্যে আপনি দুটি প্লাটফর্ম সব সময় ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মূলত আপনাকে কোন প্রকারের টাকা-পয়সা খরচ করতে হবে না।
সে দুটি প্লাটফর্ম হচ্ছে
- এমএক্স প্লেয়ার
- উল্লু ওয়েবসাইট
Mx player
আপনি যদি বিনা মূল্যে ওয়েব সিরিজ দেখতে চান তাহলে ঠিক একইভাবে এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি প্রথমত প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে। পরবর্তীতে আপনি সেখান থেকে বাংলা হিন্দি যেকোনো ওয়েব সিরিজ খুব সহজেই দেখতে পাবেন। এই কি কি করতে হবে চলুন জেনে নেই।
প্রথমতঃ প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন এমএক্স প্লেয়ার
দ্বিতীয়তঃ সার্চ বক্সে ক্লিক করবেন এবং সেখানে আপনার পছন্দের ওয়েব সিরিজের নাম লিখবেন
তৃতীয়তঃ ওয়েব সিরিজ সাজেস্ট করলে আপনি সেই লিংকে ক্লিক করবেন
আর পরবর্তীতে আপনি সেই ওয়েব সিরিজটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহজেই দেখতে পাবেন আর একটা টাকাও খরচ করতে হবে না এজন্য।
উল্লু ওয়েবসাইট
যদি আপনি সরাসরি বিনামূল্যে ওয়েবসাইট দেখতে চান তার জন্য আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে এটি। যেখানে গুগুলের মাধ্যমে একাউন্ট খুলতে হবে। আর মজার ব্যাপার হলো এখান থেকে আপনি বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ দেখতে পাবেন। যদি সরাসরি যেতে চান তাহলে এই লিঙ্কে প্রবেশ করুন।
ওয়েব সিরিজ ডাউনলোড করার নিয়ম
যদি আপনি ইউটিউব থেকে সরাসরি ওয়েব সিরিজ বিনামূল্যে ডাউনলোড করতে চান তাহলে যে কোন ইউটিউব ভিডিও ডাউনলোড অ্যাপ্লিকেশন এর সাহায্য নিতে হবে এক্ষেত্রে ইউটিউব থেকে ওয়েব সিরিজ খুঁজে নিয়ে সেই ওয়েব সিরিজটি আপনার ডিভাইসে ডাউনলোড করতে পারবেন।
আর যদি আমাদের সাজেস্ট করা এই ওয়েবসাইটগুলো থেকে আপনি ওয়েব সিরিজ ডাউনলোড করতে চান তাহলে সেখানে ডাউনলোড বাটন অপশন থাকবে এক ক্লিকেই করতে পারবেন আপনার পছন্দের ওয়েব সিরিজ ডাউনলোড।
ভারতীয় ওয়েব সিরিজ দেখার সেরা অ্যাপ কোনটি?
অনেকের কাছে ভারতের ওয়েব সিরিজ গুলো অনেক বেশি জনপ্রিয় আর তাই সচরাচর এ প্রশ্নটি করে থাকে ভারতীয় ওয়েব সিরিজ দেখার সেরা অ্যাপ কোনটি? এক্ষেত্রে আমরা মূলত চারটি অ্যাপ সাজেস্ট করব সেগুলো হচ্ছে
- নেটফ্লেক্স
- হটস্টার
- অ্যামাজন প্রাইম
- হইচই
যেহেতু বর্তমানে ওয়েব সিরিজ একটা নতুন ট্রেন্ড তাই এ বিষয়ে জেনে রাখা অত্যন্ত জরুরী।
বাংলা ওয়েব সিরিজ এর নাম
এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ এর মধ্যে অবস্থান করছে 15 টি ওয়েব সিরিজ সেগুলো হচ্ছে
- লালবাজার
- কুয়াশা
- বন্যপ্রেমের গল্প
- দুপুর ঠাকুরপো
- মিস ম্যাচ
- ইন্দুবালা
- সমালোচনা
- আবাসিক হোটেল
- সদরঘাটের টাইগার
- শব্দ জব্দ
- তান্ডব
- আগস্ট ১৪
- বুমেরাং
- মন্টু পাইলট
- শিকল
- Mohanagar
- Myself Allen Swapan
- Abar Proloy
- Eken Babu
- Chemistry Mashi
- Morichika
- Syndicate
- #Bhagar
- Ishti Kutum
- Birohi
- Buker Moddhye Agun
- Byomkesh
- Bilaap
- Mercules
- Ami Ki Tumi
- Taqdeer
- Teerondaj
- Chhotolok
- Kaiser
- Procholito
- Pett Kata Shaw
- Boli
- Shaaticup
- Jaago Bahey
- Unoloukik
- Borof Koler Golpo
- Dour
- Karagar
তো প্রিয় পাঠক বন্ধুরা এই ছিল আমাদের আর্টিকেল। আজকের আর্টিকেলটি পড়ে যদি আপনি ওয়েব সিরিজ দেখতে গিয়ে কোনরকম বিভ্রান্তিতে পড়েন তাহলে আমাদের কমেন্ট করে জানান সেইসাথে ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন।
সেই সাথে আপনি যদি এ বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার কাছে ওয়েব সিরিজ দেখার জন্য কোন প্লাটফর্মটি অনেক বেশি ভালো বলে মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।